বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রানের ফল্গুধারায় মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

রানের ফল্গুধারায় মুশফিক

জয়ের কাছাকাছি এসেও ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় হতাশ মুশফিক —এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক মুশফিকুর রহিম। রেকর্ড রান তাড়া করতে নেমে টর্নেডো ইনিংস খেলেন মুশফিক। ৩৫ বলে ৭২ রানের কালবোশেখি ইনিংস দেখার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিস্মিত হয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি ভাবতে পারেননি মুশফিক এত চার-ছক্কা হাঁকাতে পারেন। সাবেক অধিনায়ক শৃঙ্খলাভঙ্গের ভয়ে কিছু বলেননি। না বলে ব্যাট হাতে জবাব দিয়েছেন। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে নিদাহাস টি-২০ টুর্নামেন্টে গতকাল একাই লড়েছেন। খেলেছেন ৭২ রানের অপরাজিত ইনিংস। ৬৬ টি-২০ ক্যারিয়ারে যা সর্বোচ্চ এবং চার নম্বর হাফ সেঞ্চুরি। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি অপরাজিত ৭২ রানে। আগের ম্যাচে দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে ঝড়ো ইনিংসটি ছিল মাত্র ৩৫ বলে। গতকাল ১৭ রানের হারের ম্যাচে খেললেন ৫৫ বলে; যাতে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। ভারতের ছুড়ে দেওয়া ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৯ রান। এই রানটুকুও হয়েছে মুশফিকের চওড়া ব্যাটিংয়ে। সাবেক অধিনায়ক ব্যাটিংয়ে নামেন চতুর্থ ওভারে। তখন জয়ের জন্য দরকার ছিল ৯৮ বলে ১৪২ রান। আগের ম্যাচের মতো দলের পুরো দায়িত্ব নিজ কাঁধে নিয়ে একাই খেলেছেন সাবেক অধিনায়ক। ৬৬ টি-২০ ক্যারিয়ারে চার নম্বর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে খেলেন ৭২ রানের অপরাজিত ইনিংস। আগের ম্যাচেও ছিলেন অপরাজিত। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে নিজের জাত নতুন করে চেনান মুশফিক। অথচ সাবেক কোচ চন্ডিকা

হাতুরাসিংহের সময় তার টি-২০ ক্যারিয়ার শেষ হয়েই যাচ্ছিল। কোচ সরে যাওয়ার পর থেকেই রান করে চলেছেন। সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচে ৬ ও চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেন ১৮ রানের ইনিংস। টানা তিন ম্যাচেই প্রত্যয়ী ব্যাটিং করে ফর্মের শীর্ষে থাকার ইঙ্গিত দিয়ে রেখেছেন মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ১৭৬/৩, ২০ ওভার (রোহিত ৮৯, রায়না ৪৭, রুবেল ২৭/২)

বাংলাদেশ : ১৫৯/৬, ২০ ওভার (মুশফিক ৭২*, তামিম ২৭, সুন্দর ২২/৩)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর