শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

৫৮ রানে অলআউট ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

৫৮ রানে অলআউট ইংল্যান্ড

গোলাপী বলে সুইং ও বাউন্স একটু বেশিই হয়। তাই বলে এত সুইং হবে ভাবতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। বিশেষ করে ট্রেন্ট বুল্ট ও টিম সাউদির সুইং, গতি ও বাউন্সের কাছে অসহায় হয়ে পড়ে জো রুটের ইংল্যান্ড। অকল্যান্ডের উইকেটে দিবা-রাত্রির টেস্টে মাত্র ৫৮ রানে গুটিয়ে গেছে রুটবাহিনী। অথচ সফরকারীরা দিন কয়েক আগে জিতেছে ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডকে এক সেসনে অলআউট করে প্রথম দিনেই টেস্টের চালকে আসনে বসে পড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের লড়াকু ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭৫ রান তুলে দিন পার করেছে ব্ল্যাক ক্যাপসরা। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে টেস্ট ক্রিকেটের ১৫ নম্বর বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক গড়েছেন ডান হাতি পেসার স্টুয়ার্ট ব্রড। ইংলিশ বোলারদের মধ্যে ব্রড দ্বিতীয় বোলার যিনি ৪০০ উইকেট নিয়েছেন। তার উপরে রয়েছেন জেমস অ্যান্ডারসন।

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে বুল্ট ও সাউদির বোলিং তোপে ইংল্যান্ডের ইনিংস স্থায়িত্ব ছিল ২০.৪ ওভার। ১৯০০ সাল থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের ইনিংসটির স্থায়িত্ব এরচেয়ে কম ছিল মাত্র দুবার। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ৬৪, ১৯৭৮ সালে ওয়েলিংটনে। দলটির ইনিংস এর চেয়ে কম ওভার টিকেছে মাত্র দুইবার। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের আগের সর্বনিম্ন ছিল ১৯৭৮ সালে ওয়েলিংটনে করা ৬৪। সব মিলিয়ে টেস্টে এটা ইংল্যান্ডের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। গতকাল খেলতে নেমে বুল্ট ও সাউদির আক্রমণাত্মক বোলিংয়ে এক পর্যায়ে ২৩ রানে ৮ উইকেট হারিয়ে বসে। তখন মনে হচ্ছিল যেন টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাবে ইংল্যান্ড। ১৯৫৫ সালে নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল। এতটাই বিধ্বস্ত হয়েছিল ইংলিশরা, দলের পাঁচ ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে। টেস্ট ক্রিকেটে অবশ্য ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর ৪৫। ১৮৮৭ সালে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে এই স্কোর করেছিল। ইংলিশদের গুঁড়িয়ে দেওয়ার নায়ক বুল্ট করেন ক্যারিয়ার সেরা বোলিং ৩২ রানে ৬ উইকেট। সাউদি নেন ২৫ রানে ৪ উইকেট। খেলতে নেমে নিউজিল্যান্ড দিন পার করে অধিনায়ক উইলিয়ামসনের ৯১ রানের অপরাজিত ব্যাটিংয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর