সোমবার, ২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মেসি সুয়ারেজে বার্সার রক্ষা

ক্রীড়া ডেস্ক

মেসি সুয়ারেজে বার্সার রক্ষা

খেলার মোড়টা ঘুরে গেল ম্যাচের ৫৭ মিনিট পর। কারণ, ইনজুরি থেকে সেরে উঠা লিওনেল মেসি নেমেছেন মাঠে। ওসমান ডেম্বলেকে উঠিয়ে নিয়েছেন কোচ ভালভার্দে। এর আগে সেভিয়ার মাঠে বার্সেলোনাও ছিল মেসিহীন আর্জেন্টিনার মতোই দুর্বল, অতি সাধারণ মানের। লুইস সুয়ারেজ, ডেম্বলে, কটিনহো, পলিনহোরা একজন মেসির অভাব পূরণ করতে পারছিলেন না। অথচ আর্জেন্টাইন জাদুকর মাঠে নামার এক মিনিট পরই কী দুর্দান্ত আক্রমণই করেছিল কাতালানরা। সেভিয়ার ডিফেন্স লাইন পুরোপুরিই ভেঙে পড়েছিল মেসি-সুয়ারেজদের পরিকল্পিত আক্রমণের মুখে। তবে মেসি মাঠে নামার পরও নিজেদের গোলবার দীর্ঘ সময় ধরে অক্ষত রাখেন সেভিয়ার ডিফেন্ডাররা। বেশ কয়েকবার বড় ধরনের ঝড়ও রুখে দেন তারা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লুইস সুয়ারেজ (৮৮) এবং লিওনেল মেসি (৮৯) গোল করলে লা লিগায় অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখে ভালভার্দের দল। লুইস সুয়ারেজের গোলটা ছিল দর্শনীয়। বাইসাইকেল শটে। তবে মেসির গোলটা আরও দুরন্ত। ডি বক্সের বেশ কয়েক গজ বাইরে থেকে বুলেট গতির শটে গোলটা করেন মেসি। অথচ ওই সময় সেভিয়ার গোলরক্ষক ছাড়াও সাতজন ফুটবলার ছিল ডি বক্সে! সেভিয়ার মাঠ থেকে ২-২ ব্যবধানের ড্র নিয়ে বাড়ি ফিরেছে বার্সেলোনা। দুইটা পয়েন্ট নষ্ট হলেও লা লিগার শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে থাকল বার্সেলোনা। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট সংগ্রহ করল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। এদিকে স্প্যানিশ লা লিগায় গত শনিবার লা পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে দুটি গোল করেছেন গেরেথ বেলে। এছাড়াও একটি গোল করেছেন করিম বেনজেমা। ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার তিনে অবস্থান করছে জিনেদিন জিদানের শিষ্যরা।

গত শনিবার মাঠে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ফেবারিটরাও। ম্যানইউ ২-০ গোলে হারিয়েছে সোয়ানসে সিটিকে। ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছে এভারটনকে। এছাড়াও জয় পেয়েছে নিউক্যাসল, লিভারপুল, বার্নলি, লিস্টার সিটি। লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ আর ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল।

 

সর্বশেষ খবর