শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সেমির পথে আর্সেনাল অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক

সেমির পথে আর্সেনাল অ্যাটলেটিকো

আঁতোয়ান গ্রিজম্যান

উয়েফা ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। গত বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিএসকেএ মস্কোকে। একই রাতে জয় পেয়েছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে। উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব লেজিও এবং জার্মান ক্লাব লিপজিগও। লেজিও ৪-২ গোলে হারিয়েছে রেড বুলকে। লিপজিগ ১-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব মার্সেইকে।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ সিএসকেএ মস্কোর ওপর হামলে পড়ে আর্সেনাল। ম্যাচের নবম মিনিটেই আরুন রামসির গোলে এগিয়ে যায় গানাররা। অবশ্য ১৫তম মিনিটে এই গোল শোধ দেন সিএসকেএ মস্কোর আলেক্সান্ডার গলোভিন। তবে প্রথমার্ধেই খেলাটা শেষ করে দেন আরুন রামসি এবং আলেক্সান্দ্রে ল্যাকাজেট। রামসি ২৮তম মিনিটে আরও একটি গোল করেন। ল্যাকাজেট দুটি গোল করেন ২৩ ও ৩৫তম মিনিটে। ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি। একই রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচের প্রথম মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষে দ্বিতীয় গোলটা করেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান। আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ প্রথম লেগ জিতেই সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল। গানারদের প্রতিপক্ষ সিএসকেএ মস্কোর সামনে সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ কমই। নিজেদের মাঠে তাদের অন্তত ৩-০ গোলে জিততে হবে। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে অ্যাটলেটিকোর বিপক্ষে একই ব্যবধানে দ্বিতীয় লেগ জিততে হবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকেও। এদিকে উয়েফা ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগেই দারুণ জয় পাওয়ায় সেমির পথে এগিয়ে থাকল ইতালিয়ান ক্লাব লেজিও। অবশ্য অ্যাওয়ে গোল পাওয়ায় অস্ট্রিয়ান ক্লাব রেড বুলের সুযোগও আছে। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে লেজিওকে ২-০ গোলে হারাতে পারলেই তারা শেষ চারে যেতে পারবে। লিপজিগ-মার্সেই ম্যাচও অমীমাংসিত থাকল। লিপজিগ ১-০ গোলে জিতলেও দ্বিতীয় লেগেই ঠিক হবে শেষ চারের দল।

সর্বশেষ খবর