শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বল টেম্পারিং নিয়ে হৈচৈ বেশি : পন্টিং

ক্রীড়া ডেস্ক

বল টেম্পারিং নিয়ে হৈচৈ বেশি : পন্টিং

বল টেম্পারিং নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং। তিনি মনে করেন, একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের এই কাজ করা কোনোমতেই ঠিক হয়নি। অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির সঙ্গে এটি কোনোক্রমেই মানায় না। পাশাপাশি পন্টিং মনে করেন, বল টেম্পারিং নিয়ে সমালোচনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। কেননা যারা টেম্পারিং করেছেন তারা শাস্তিও পেয়েছেন। তাই বিষয়টি এখানেই শেষ হওয়া দরকর ছিল। কিন্তু এখনো অনেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট যাচ্ছেতাই মন্তব্য করছেন, যা দেখে অবাক হয়ে যাচ্ছেন সাবেক অসি অধিনায়ক। পন্টিং বলেন, ‘আমি একজন ক্রিকেটার হিসেবে বলব— ‘সত্ভাবে খেলতেই আমি পছন্দ করি। সমর্থকরাও তাই পছন্দ করেন। অস্ট্রেলিয়ার মানুষ মনে করে তারা ন্যায্যভাবে খেলেননি। তবে তাদের সমালোচনাটাও বেশি হয়ে যাচ্ছে।’

সর্বশেষ খবর