বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নাসিরের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে

ক্রীড়া প্রতিবেদক

নাসিরের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে

ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসির হোসেনের। তাকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত ছয় মাস। সেরে উঠতে অস্ত্রোপচার জরুরি। গতকাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এমআরআই করা হয়। রিপোর্ট দেখে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মিডিয়াকে বলেছেন, ‘নাসিরের অ্যান্টেরিয়ার ক্রুসিট লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গেছে। অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের পর অন্তত ছয় মাস লাগবে মাঠে ফিরতে।’

নাসির যে ধরনের ইনজুরিতে পড়েছেন, এমন ইনজুরি সাধারণত দেখা যায় না। দেবাশীষ জানিয়েছেন, বর্তমান ক্রিকেটারদের মধ্যে মাশরাফি কেবল এই ধরনের ইনজুরিতে পড়েছিলেন।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষে তিন দিনের ছুটি পেয়েছিলেন নাসির। তাই বন্ধুর বিয়ের দাওয়াতে সিরাজগঞ্জ গিয়েছিলেন। সেখানে মজা করে ফুটবল খেলতে গিয়ে ডান পায়ে প্রচণ্ড আঘাত পান। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তারপর ঢাকায় নিয়ে আসা হয়।

সর্বশেষ খবর