বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
কমনওয়েলথ গেমস

সবার পেছনে শিরিন

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ গেমস।

গতকাল অ্যাথলেটিকসে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ট্রাকে নেমেছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। তবে মোটেও ভালো করতে পারেননি তিনি।

৩৬ জন প্রতিযোগীর মধ্যে ৩৬তম হয়েছেন শিরিন। ১ নম্বর হিটে ১ নম্বর লেনে স্প্রিন্টে নেমে ২৬.১৭ সেকেন্ড টাইমিং করেছেন শিরিন। তার ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের হিটে বাদ পড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক পর্ব।

এর আগে ১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিয়েও বাদ পড়েছিলেন শিরিন। কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ এবং দ্রুততম মানবী শিরিন আক্তার কথা দিয়েছিলেন, ক্যারিয়ার সেরা টাইমিং করার চেষ্টা করবেন তারা। তবে দুজনের কেউই নিজেদের সেরাটা দিতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর