বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশি ক্রীড়া ‘ব্যুত্থান’ পেল ব্রুনাইয়ের স্বীকৃতি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশি ক্রীড়া ‘ব্যুত্থান’ পেল ব্রুনাইয়ের স্বীকৃতি

বাংলাদেশের আত্মরক্ষামূলক ক্রীড়া ‘ব্যুত্থান’ ব্রুনাইয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি দেশটির যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। ব্রুনাইয়ে অবস্থানরত বর্তমান বিশ্বে ব্যুত্থানের প্রাণপুরুষ গ্র্যান্ড মাস্টার আচার্য ইউরি বজ মুনি এ তথ্য নিশ্চিত করেন। ব্যুত্থানের স্বীকৃতির মাধ্যমে উভয় দেশের ভ্রাতৃত্ব ও পররাষ্ট্র সম্পর্কিত অবস্থান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। গ্র্যান্ডমাস্টার আচার্য ইউরি বজ মুনির উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ব্যুত্থান ফেডারেশনের তত্ত্বাবধানে ব্যুত্থান আজ পৃথিবীর বহু দেশে স্বীকৃতি লাভ করছে এবং এই খেলার প্রসার এবং জনপ্রিয়তার লক্ষ্য অর্জনের জন্য আত্মনিয়োগ করেছেন। গ্র্যান্ডমাস্টার আচার্য  ইউরি বজ মুনি বলেন, ব্যুত্থান শুধু ক্রীড়াই নয়, মানুষের মনোদৈহিক ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দিয়ে আসছে।

 

 

সর্বশেষ খবর