বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপেও অঘটন!

ক্রীড়া ডেস্ক

বাছাইপর্ব খেলেই ইতালির বিদায়, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একটা বড় আঘাত। অঘটন। তবে অঘটনের নাকি এখানেই শেষ নয়। চূড়ান্ত পর্বেও দেখা যেতে পারে এমন অঘটনের। এমনটা মনে করছেন তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিনি বলেন, ‘আমরা সব সময়ই ফেবারিট হিসেবে আর্জেন্টিনা, ইতালি, ইংল্যান্ড, স্পেনের মতো বড় দলগুলোর নাম বেছে নিই। কিন্তু ফুটবল হলো বিস্ময়ের একটা বাক্স। এবারের বিশ্বকাপে দলগুলো অনেকটা একই ধরনের। আপনি কোনো একটাকে বড় বলতে পারেন না।’ পেলের মতে, ছোটখাট দলগুলোও এবারের বিশ্বকাপে বড় চমক দেখাতে পারে। ব্রাজিলকে নিয়ে আশাবাদী পেলে। বিশেষ করে এই দলে নেইমার আছেন বলে। পেলে বলেন, ‘এটা নেইমারের দ্বিতীয় সুযোগ। ব্রাজিলে যা ঘটেছিল সেটা ছিল বিপর্যয়।’ নেইমার দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে পারেন কি না তাই দেখতে চান পেলে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর