শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রোনালদোর গোলে রিয়ালের রক্ষা

ক্রীড়া ডেস্ক

রোনালদোর গোলে রিয়ালের রক্ষা

রিয়াল মাদ্রিদের সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিশন। দিন কয়েক পরই জিদানের শিষ্যরা খেলতে যাবে বায়ার্ন মিউনিখের দুর্গে। অ্যালাইঞ্জ অ্যারিনায় যাওয়ার আগে রিয়াল মাদ্রিদের প্রস্তুতিটা মোটেও ভালো হলো না। গত বুধবার লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে রোনালদোর করা শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে জিদানের দল। ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে গিয়েছিল বাস্ক অঞ্চলের ক্লাব অ্যাথলেটিক বিলবাও। এরপর ম্যাচের প্রায় পুরোটা সময় রিয়াল মাদ্রিদের অসংখ্য আক্রমণ রুখে দেয় তারা। রোনালদো একাই প্রায় এক ডজনের মতো গোলমুখি শট নিয়েছেন। বার বারই তাকে হতাশ করেছেন অ্যাথলেটিকের গোলরক্ষক আর ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত ম্যাচের ৮৭তম মিনিটে রোনালদোর ব্যাকহিল গোলে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। এই গোলে লিওনেল মেসির সঙ্গে ব্যবধান কমালেন রোনালদো। লা লিগায় ২৯ গোল করে শীর্ষে আছেন লিওনেল মেসি। রোনালদো করেছেন ২৪ গোল। ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে অবশ্য লিওনেল মেসিও অনেক পিছিয়ে। এই তালিকায় সবার উপরে আছেন মিসরীয় মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই তারকা ৩০ গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। এদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পরও লা লিগায় স্থানের কোনো পরিবর্তন হয়নি রিয়ালের। ৬৮ পয়েন্ট নিয়ে তারা তিনেই আছে। ৩৩ ম্যাচ খেলে ৮৩ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা লা লিগার শিরোপা অনেকটা ঘরেই তুলে নিয়েছে।

সর্বশেষ খবর