শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
বিশ্বকাপ কর্নার

জার্সি নম্বর টেন

ক্রীড়া ডেস্ক

জার্সি নম্বর টেন

ফুটবলে ১০ নম্বর জার্সির আলাদা একটা গুরুত্ব ও জনপ্রিয়তা আছে। এক সময়ে দেখা যেত খ্যাতনামা স্ট্রাইকারদের গায়ে ১০ নম্বর জার্সি চড়ত। এখন আবার মিডফিল্ড বা অন্য পজিশনের খেলোয়াড়রা ১০ নম্বরে খেলছেন। বিশ্বকাপে মূলত ১০ নম্বর জার্সির জনপ্রিয়তা আসে কালোমানিক খ্যাত পেলের মাধ্যমে। ব্রাজিলের হয়ে অসাধারণ খেলে বিশ্বের নজর কাড়েন পেলে। এরপর থেকেই ১০ নম্বর জার্সির গুরুত্ব বেড়ে যায়।

পেলের পর অনেক তারকা ফুটবলারই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। কিন্তু সেভাবে জনপ্রিয়তা পাননি। পেলেকে ছাড়িয়ে যান দিয়াগো ম্যারাডোনা। ১৯৮২ সালে ১০ নম্বর জার্সিতে আর্জেন্টিনার পক্ষে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি। সেবার তিনি নজর কাড়তে পারেননি। ১৯৮৬ সালে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে। বিশ্বকাপ ও উপহার দেন আর্জেন্টিনাকে। ১৯৯০ ও ১৯৯৪ সালেও ১০ নম্বর জার্সিতে খেলেন তিনি। ম্যারাডোনার পর মেসি ১০ নম্বর জার্সি পরে মাঠে কাঁপালেও বিখ্যাত জার্সির আগের সেই জৌলুসটা নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর