মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রোনালদোকে ছাড়িয়ে মেসি

ক্রীড়া ডেস্ক

রোনালদোকে ছাড়িয়ে মেসি

আয়ের দিক থেকে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন এমন তথ্যই প্রকাশ করেছে। এই তালিকায় কোচ হিসেবে শীর্ষ আয় ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ হোসে মরিনহোর। চলতি মৌসুমে লিওনেল মেসি বেতন, বোনাস এবং বিজ্ঞাপন থেকে আয় করেছেন ১২৬ মিলিয়ন ইউরো (১৩ শত কোটি টাকার উপরে)। ক্রিস্টিয়ানো রোনালদো এই মৌসুমে আয় করেছেন ৯৪ মিলিয়ন ইউরো (৯৭৩ কোটি টাকা প্রায়)। গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর আয় ছিল ৮৭.৫ মিলিয়ন ইউরো আর মেসির ছিল ৭৬.৫ মিলিয়ন ইউরো। চলতি মৌসুমের আয়ের পরিমাণ বলছে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ কাপ, সুপার কাপ এবং আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে কাটানো প্রতি মিনিটে লিওনেল মেসি আয় করেছেন ২৫ হাজার ইউরো (প্রায় ২৬ লাখ টাকা)। মেসি এবং রোনালদোর পরই আয়ের দিক থেকে তালিকায় আছেন নেইমার (৮১.৫ মিলিয়ন ইউরো), গেরেথ বেলে (৪৪ মিলিয়ন ইউরো) এবং জেরার্ড পিকে (২৯ মিলিয়ন ইউরো)। কোচদের তালিকায় মরিনহোর পর আছেন মার্সেলো লিপ্পি (২৩ মিলিয়ন ইউরো), দিয়েগো সিমিওনে (২২ মিলিয়ন ইউরো), জিনেদিন জিদান (২১ মিলিয়ন ইউরো) এবং পেপ গার্ডিওলা (২০ মিলিয়ন ইউরো)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর