মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
যুব অলিম্পিকে হকির বাছাই পর্ব

যুবাদের স্বপ্ন পূরণের মিশন

ক্রীড়া প্রতিবেদক

যুবাদের স্বপ্ন পূরণের মিশন

আর্জেন্টিনাকে ফুটবলের দেশ বলা হয়। কিন্তু হকিতেও দাপটের স্বাক্ষর রাখছে দেশটি। যার প্রমাণ দিয়েছে ২০১৬ সালে অলিম্পিক গেমসে সোনা জিতে। ফাইনালে তারা বেলজিয়ামকে পরাজিত করে। সেই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অক্টোবরে বসবে যুব অলিম্পিকের আসর। তার আগে আসরে যোগ্যতা পেতে দেশগুলোকে লড়তে হবে বাছাইপর্বে। আগামীকাল থাইল্যান্ডে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। যুব অলিম্পিকে খেলতে আজই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামীকালই উদ্বোধনী ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। পুল ‘বি’তে প্রতিপক্ষ হিসেবে আরও পাচ্ছে সাবেক বিশ্ব ও অলিম্পিক জয়ী পাকিস্তান, চাইনিজ তাইপে, মালয়েশিয়া ও কম্বোডিয়াকে। পুল ‘এ’ তে মুখোমুখি হবে জায়ান্ট ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, চীন ও থাইল্যান্ড। দুই দলের সেরা দুই দল আর্জেন্টিনার টিকিট পাবে। যেখানে শক্তিশালী দল আছে। তারপরও বাংলাদেশের যুবারা স্বপ্ন দেখছেন সবাইকে টপকে চূড়ান্তপর্বে খেলতে। বাংলাদেশের কোচ গোবিনাথন জানান, ‘টুর্নামেন্টে এশিয়ার সেরা দলের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। সেভাবে প্রস্তুতিও নেওয়া হয়েছে। জাতীয় দলের মধ্যে শক্তির ব্যবধান থাকলেও যুব হকিতে তা নেই। তাই ভালো খেললে যুব অলিম্পিকে সুযোগ পাওয়াটা কঠিন হবে না।’

সর্বশেষ খবর