মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আইসিসি বিশ্ব একাদশে সাকিব তামিম

ক্রীড়া প্রতিবেদক

গত বছর হ্যারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল দ্বীপপুঞ্জটি। ক্ষতিগ্রস্ত হয়েছিল দ্বীপগুলোর বেশ কয়েকটি স্টেডিয়াম। আইসিসি এগিয়ে এসেছে স্টেডিয়ামগুলোর পুনর্গঠনে। এজন্য ৩১ মে লর্ডসে আইসিসি বিশ্ব একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের মধ্যে আয়োজন করছে একটি টি-২০ ক্রিকেট ম্যাচের। বিশ্ব একাদশে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এছাড়া এই মুহূর্তের বিশ্বসেরা লেগ স্পিনার আফগানিস্তানের রশিদ খানও সুযোগ পেয়েছেন দলে। এরা ছাড়াও বিশ্ব একাদশে খেলবে পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা। দলটিকে নেতৃত্ব দিবেন ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক ইউয়ান মরগান।

বিশ্ব একাদশে সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। সুযোগ পেয়েও ইনজুরির জন্য আইপিএলে খেলছেন না তামিম। পুনরায় বিশ্ব একাদশে সুযোগ পেয়ে দারুণ খুশি তামিম, ‘ক্রিকেট মানুষদের একতাবদ্ধ করে এবং দূরত্ব কমিয়ে আনে। আইসিসি বিশ্ব একাদশে পুনরায় সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি বিশ্ব একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলা ক্রিকেটকে আরও বড় মঞ্চে রূপান্তর করবে।’ গত বছর হ্যারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ওয়েস্ট ইন্ডিজের যে সব স্টেডিয়ামের ব্যাপক ক্ষতি হয়েছে, সেসব স্টেডিয়ামের সংস্কারের জন্য ম্যাচটির আয়োজন করা হচ্ছে। খেলাটি হবে লন্ডনের লর্ডসে। লর্ডসে খেলা নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েছেন তামিম, ‘লর্ডসে খেলা যে কোনো ক্রিকেটারের জন্যই গর্বের। ২০১০ সালে আমি লর্ডসে খেলেছিলাম। স্বাগতিক দলের বিশ্বসেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলাটা আমার কাছে স্মরণীয় হয়ে আছে।’

রশিদ খানকে বলা হয় এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনার। বয়স মাত্র ১৯। অথচ এর মধ্যেই তারকা ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিয়েছেন লেগ স্পিন, গুগলী ও আর্মার দিয়ে। বিশ্ব একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রশিদ বলেন এটা আমার দেশকে সন্মানিত করেছে, ‘আইসিসি বিশ্ব একাদশে সুযোগ পাওয়াটা আমার ও আমার দেশের জন্য অনেক গর্বের বিষয় ও সন্মানের। খেলবো ৭০, ৮০ ও ৯০ দশকের ইতিহাস কাঁপানো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।’

ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন। দলটিতে খেলবে কার্লোস ব্রেথওয়েইট, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, স্যামুয়েল বদ্রি ও আন্দ্রে রাসেলদের মতো তারকা ক্রিকেটার।

 

সর্বশেষ খবর