রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপের অপেক্ষায় তামিম

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের অপেক্ষায় তামিম

৫টি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলতে গতরাতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সফরে যেন রানের ফাল্গুুধারা ছোটান, সেজন্য দলটির অন্যতম সেরা ক্রিকেটার রুমানাকে একটি ব্যাট উপহার দিয়েছেন বাঁ হাতি ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তামিমের ব্যাট উপহারের ছবি ভাইরাল হয়েছে গোটা দেশে। চারিদিকে প্রশংসায় ভাসছেন দেশসেরা ওপেনার। ইনজ্যুরির জন্য আইপিএল খেলেননি। খেলেননি ঢাকা প্রিমিয়ার ক্রিকেটও। ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাঁ হাতি ওপেনার। অপেক্ষায় আছেন ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলতে। ক্রিকেট মহাযজ্ঞের ফিক্সশ্চার চূড়ান্ত হওয়ায় রোমাঞ্চিত তামিম। উচ্ছ্বসিত আসরে সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলার সুযোগ থাকবে বলে।

১৯৯২ সালে প্রথম ও শেষবারের মতো লিগ পদ্ধতিতে খেলা হয়েছিল বিশ্বকাপে। পরের আসরগুলোতে খেলা হয়েছে লিগ পদ্ধতিতে। এবার ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ১০ জাতির বিশ্বকাপে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে এবং খেলা শুরু ৩০ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ১৪ জুলাই। ফাইনাল খেলতে প্রতিটি দলকে শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করতে হবে বলেন তামিম, ‘বিশ্বকাপ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত, কারণ সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলতে হবে আমাদের। ফরম্যাট নিয়ে ভীষণ রোমাঞ্চিত। এই ফরম্যাটে যে কোনো দলের সম্ভাবনা থাকবে। চ্যাম্পিয়ন হতে হলে, গোটা টুর্নামেন্ট ভালো খেলতে হবে।’ লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ভালো করতে বাংলাদেশকে কঠোর পরিশ্রম করতে হবে। ফরম্যাটটা খুব চ্যালেঞ্জিং। বিশ্বকাপ খেলতে আমি উন্মুখ হয়ে আছি। গ্রুপে ১-২ ম্যাচ জিতলেই কোয়ালিফাই করা যায়। কিন্তু এই ফরম্যাটে কোয়ালিফাই করতে ৫-৬টি ম্যাচ জিততে হবে। কাজটি খুবই কঠিন।’

ইনজুরি থেকে সুস্থ হয়ে গতকালই প্রথম দৌড়ালেন তামিম। আশা করছেন ১৩ মে পুরোপুরি সুস্থ হয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন।

সর্বশেষ খবর