রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
মাঠেই এলো না ঊষা

জয় দিয়ে শুরু চ্যাম্পিয়নদের

ক্রীড়া প্রতিবেদক

জয় দিয়ে শুরু চ্যাম্পিয়নদের

প্রিমিয়ার হকি লিগে উদ্বোধনী ম্যাচে মেরিনার্স ও ভিক্টোরিয়ার বল দখলের লড়াই। ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ৪-০ গোলে জয়ী হয়ে মাঠ ছেড়েছে —বাংলাদেশ প্রতিদিন

প্রত্যাশিত জয় দিয়েই গ্রীণডেল্টা প্রিমিয়ার লিগের শুভ সূচনা করেছে চ্যাম্পিয়ন মেরিনার্স ইয়াংস। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের উদ্বোধনী ম্যাচে মেরিনার্স ৪-০ গোলে হারায় ভিক্টোরিয়াকে। গোলের ব্যবধান আরও বড় হতে পারত। কিন্তু সুযোগ হাত ছাড়া করায় ৪ গোল দিয়েই মাঠ ছাড়ে। ৩ মিনিটে হাসিন আরমান গোলের সূচনা করেন। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন মামুনুর রহমান চয়ন। ৩০ মিনিটে মাইনুল ইসলাম তৃতীয় গোলটি করেন। শেষ গোলটি করেন হাসান যুবায়ের নিলয়।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঊষা ক্রীড়া চক্র মাঠে না আসায় পুলিশ ওয়াকওভার লাভ করে। ঊষা ক্লাব কাপে অংশ নেয়নি। লিগের নামও এন্টি করেনি।

তারপরও লিগ কমিটি কী কারণে দলটির নাম ফিকশ্চারে অন্তর্ভুক্ত করল? ঊষা গতকাল খেলতে না নামায় বাইলজ অনুযায়ী প্রথম বিভাগে নেমে যাবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশনের নির্বাহী কমিটি। প্রশ্ন হচ্ছে লিগের নিয়ম অনুযায়ী সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দল রেলিগেটেড হবে।

ঊষাতো খেলছেই না। এখন যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে যারা কম পয়েন্ট পাবে তাদের কি হবে? লিগ কমিটির ভাষ্য বাইলজে যা আছে তাই হবে। তাহলে কি শুধু নয় সর্বনিম্ন পাওয়া দলটিও কি প্রথম বিভাগে নেমে যাবে।

সর্বশেষ খবর