রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

হলো না সবুজদের যুব অলিম্পিকে খেলা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান অঞ্চলে বাছাইপর্ব থেকে সেরা দুই দল যুব অলিম্পিক হকিতে খেলার সুযোগ পাবে। অক্টোবরে আর্জেন্টিনার রাজধানী  বুয়েন্স আয়ার্সে হবে এই আসর। ২০১৪ সালে চীনে যুব অলিম্পিক খেলেছিল বাংলাদেশ যুব দল। এবার সম্ভাবনা ছিল। গতকাল সেমিফাইনালে ভারতকে হারালেই সবুজরা পেয়ে যেতেন যুব অলিম্পিকের টিকিট।

তা আর হলো না। শক্তিশালী ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের যুবারা। সিঙ্গাপুর, কম্বোডিয়া, চাইনিজ তাইপের বিপক্ষে গোল উৎসব করলেও কাল হয়েছে উল্টোটা। ৯-২ গোলে হেরে যায় বাংলাদেশ। অপর সেমিতে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করায় ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে মালয়েশিয়া। দুটো দল যুব অলিম্পিকে খেলবে। বাংলাদেশের পক্ষে সবুজ ২ গোল করেন। ভারতের পক্ষে আনন্দ ৪, রাজভার ২, মনিন্দর, প্রসাদ ও আলীশান ১টি করে গোল করেন। বাংলাদেশ আজ তৃতীয় স্থানে থাকতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে।

সর্বশেষ খবর