শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

সাকিবেরও যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার : লক্ষণ

ক্রীড়া ডেস্ক

সাকিবেরও যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার : লক্ষণ

থাকলে ওয়ার্নারই হায়দরাবাদকে নেতৃত্ব দিতেন। বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে পড়ে তিনি শুধু অস্ট্রেলিয়া দল থেকে নিষিদ্ধ হননি, খেলতে পারছেন না ভারতীয় ক্রিকেটে সাড়া জাগানো আসর আইপিএলে। স্বাভাবিকভাবে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টকে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে। নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন কেন উইলিয়ামসন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভারতীয় মিডিয়াতে লেখা হয়েছিল বাংলাদেশের সাকিব আল হাসানই হায়দরাবাদের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন। এখন আবার বলা হচ্ছে অভিজ্ঞতার কথা চিন্তা করে উইলিয়ামসনকে যোগ্য মনে করেছেন হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। তবে এ কথার সঙ্গে আবার একমত হতে পারছেন না দলটির মেন্টর ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভি এস লক্ষণ। তিনি বলেছেন, ‘উইলিয়ামসন অবশ্য দলকে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন। তার প্রমাণ মাঠেই মিলছে। কিন্তু সাকিবই কম অভিজ্ঞ নন। বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের যোগ্য অধিনায়ক তিনি। বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। সুতরাং সাকিবেরও পুরোপুরি যোগ্যতা ছিল হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়ার। সত্যি কথা বলতে তার নামও অধিনায়ক হিসেবে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত উইলিয়ামসনকে বেছে নেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর