শিরোনাম
শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

তবু নির্ভার জিদান

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগার ম্যাচে সেভিয়ার কাছে রিয়াল মাদ্রিদ হেরেছে ২-৩ গোলে। দলের প্রথম সারির বেশ কয়েকজনকে মাঠের বাইরে রেখেছিলেন জিদান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য এই সতর্কতা। কিন্তু সেভিয়ার কাছে পরাজয় কি নৈতিকভাবে রিয়ালকে কিছুটা পিছিয়ে দেবে না! জিদান বলছেন, ‘এমন পরাজয়ে আমরা হতাশ। তবে এটা আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না।’ জিদানের মতে, যে কোনো পরাজয়ই হতাশার। তবে মৌসুম শেষে অর্জনের পাল্লায় কী এলো তাই দেখার বিষয়। এ জন্যই জিদান চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে চান। তাছাড়া আজও একটা ম্যাচ আছে রিয়ালের। সেল্টা ভিগোর বিপক্ষে। এরপর তাদের ফাইনালের আগেই খেলতে হবে ভিয়ারিয়াল ম্যাচ। অতিরিক্ত শক্তি ক্ষয় করতে চাচ্ছেন না জিদান। তাছাড়া লিভারপুলও চেলসির কাছে হেরে বেশ অসুবিধায় আছে। ফাইনাল নিয়ে তাদেরও ভিন্ন চিন্তা করতে হচ্ছে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জয়েই সব মনোযোগ দিতে চায়। ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-লিভারপুল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর