শিরোনাম
রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

৪৫৯ রানের ম্যাচে কলকাতার জয়

ক্রীড়া ডেস্ক

৪৫৯ রানের ম্যাচে কলকাতার জয়

ব্যাট চালিয়েছেন সুনিল নারিন এবং দীনেশ কার্তিক। ব্যাট চালালেন রাহুল আর অশ্বিনও। দুই পক্ষেই চলল ব্যাটিং তাণ্ডব। দর্শক বিনোদনের দারুণ এই ম্যাচে অবশ্য জিতল কলকাতা নাইট রাইডার্স। গতকাল ইন্দোরে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দল মিলে করল ৪৫৯ রান। বড় স্কোরের এই ম্যাচে ৩১ রানে জিতে শীর্ষ চারে থাকা অনেকটাই পাকাপাকি করে নিল শাহরুখ খানের দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে কী ভুলটাই না করেছিলেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন। কলকাতা ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করে। লিন ১৭ বলে ২৭ রান করে আউট হলেও উইকেটে ঝড় তোলেন নারিন। ৩৬ বলে ৭৫ রান করেন তিনি। এছাড়াও দীনেশ কার্তিক ২৩ বলে করেন ৫০ রান। নির্ধারিত ২০ ওভারে কলকাতার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৪৫। আইপিএলের ইতিহাসে এটা চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাহাড়সম রানের লক্ষ্যে খেলতে নেমেও দর্শকদের ভালোই বিনোদন দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৮ উইকেট হারিয়ে তারা ২১৪ রান করে। ক্রিস গেইল (২১) ব্যর্থ হলেও রাহুল (২৯ বলে ৬৬) এবং অশ্বিনরা (২২ বলে ৪৫) দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। ফিঞ্চ (৩৪) ও প্যাটেলও (১৯) ব্যাট চালিয়েছেন ভালোই।

ম্যাচটা ছিল ব্যাটসম্যানদের। এর মধ্যেও চারটা উইকেট শিকার করেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই। কলকাতার অ্যান্ড্রু রাসেল তিনটা উইকেট শিকার করেন। দুর্দান্ত এই জয়ে শীর্ষ চারের লড়াইয়ে টিকে থাকল কলকাতা। শেষ দুটি ম্যাচেও জিততে হবে নাইটদের। ১২ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে পাঞ্জাব ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে আছে তিনে। শীর্ষে থাকা হায়দরাবাদের সংগ্রহ ১১ ম্যাচে ১৮ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ধোনিদের চেন্নাই। দিনের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু ৫ উইকেটে দিল্লিকে পরাজিত করে। প্রথমে দিল্লি ১৮১ রান তোলার পর বেঙ্গালুরু হাতে ৫ উইকেট রেখে জিতে যায়।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা : ২৪৫/৬, ওভার ২০, পাঞ্জাব : ২১৪/৮, ২০ ওভার

দিল্লি : ১৮১/৪, ওভার ২০, বেঙ্গালুরু : ১৮৭/৫ ওভার ১৯

সর্বশেষ খবর