রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

দিনাজপুর-নীলফামারী ফাইনালে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দিনাজপুর-নীলফামারী ফাইনালে

এক ঘোষণায় টুর্নামেন্ট শুরু ও নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শেষ। ফুটবলে এ ধরনের নজির নেই বললেই চলে। এক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংসই ব্যতিক্রমই বলা যায়। শুরুর তারিখ ঘোষণার পর যথাসময়ে বসুন্ধরা কিংস কাপ টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। আর শেষ হতে চলেছে শিডিউল মেইন্টেন করে। আগামীকাল রংপুর স্টেডিয়ামের সিনিয়র ও অনূর্ধ্ব-১২ আসরের ফাইনাল হবে।

গতকাল দ্বিতীয় সেমিফাইনালে সিনিয়র গ্রুপে ফাইনালে উঠেছে দিনাজপুর জেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ৩-২ গোলে ঠাকুরগাঁও জেলাকে পরাজিত করে। ম্যাচের ৩ মিনিটেই রাঙ্গার গোলে এগিয়ে যায় দিনাজপুর। কয়েক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তানভীর। ৩৮ মিনিটে হেমন্ত দলের পক্ষে তৃতীয় গোল করলে মনে হচ্ছিল দিনাজপুর বড় ব্যবধানে জিতেই মাঠ ছাড়বে। দ্বিতীয়ার্ধে সানজিদ ঠাকুরগাঁওয়ের পক্ষে টানা দুই গোল করলে মনে হচ্ছিল ম্যাচটি জমে উঠবে। শেষ পর্যন্ত স্তস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দিনাজপুর।

এদিকে অনূর্ধ্ব-১২ গ্রুপের সেমিফাইনালে নীলফামারী ও পঞ্চগড় জেলা নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নীলফামারী ফাইনালে উঠে যায়। আগামীকাল বিকাল সাড়ে ৩টায় সিনিয়রে নীলফামারী-দিনাজপুর এবং দুপুর ২টায় অনূর্ধ্ব-১২তেও নীলফামারী-দিনাজপুর দলই ফাইনালে লড়বে। 

সর্বশেষ খবর