শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা
টি-২০ বিশ্বকাপ বাছাইপর্ব

রুমানাদের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি

ক্রীড়া প্রতিবেদক

দিনকয়েক আগে পাঁচ ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন রুমানারা। পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। একমাত্র প্রস্তুতি ম্যাচ ছাড়া সবকটিই হেরেছে যাচ্ছেতাইভাবে। দেশে ফিরে তিন দিনের বিশ্রাম শেষে পুনরায় অনুশীলনে নেমে পড়েছে মহিলা ক্রিকেট দল। সিলেটে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে রুমানাদের। ১ জুন যাবে মালয়েশিয়ায় এশিয়া কাপ খেলতে। এরপর আগামী জুলাইয়ে নেদারল্যান্ডসে খেলবে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশের বাছাইপর্ব শুরু হবে পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে। গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্বে অংশ নেওয়া আট দলের সেরা দুটি খেলবে মহিলা টি-২০ বিশ্বকাপ। নেদারল্যান্ডসে বাছাইপর্ব ৭-১৪ জুলাই। টি-২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে ৯-২৪ নভেম্বর। টি-২০ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে বাংলাদেশের ৫ জুলাই প্রস্তুতি ম্যাচ দিয়ে। প্রস্তুতি ম্যাচে রুমানাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। মূল মঞ্চে প্রথম ম্যাচ ৭ জুলাই, প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ৮ জুলাই দ্বিতীয় ম্যাচ নেদারল্যান্ডস এবং ১০ জুলাই গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ফাইনাল ১২ জুলাই। বাছাইপর্বে অন্য গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও উগান্ডা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচকে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা দিবে আইসিসি।

সর্বশেষ খবর