শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

ফাইনালে সাকিবের হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক

ফাইনাল খেলতে শেষ ওভারে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ১৯ রান। কার্লোস ব্রেথহোয়েইটের প্রথম বলে বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেন শিভাম গিল। দ্বিতীয় বলে ক্রিজ বদলে ‘রাউন্ড দ্য উইকেট’ বোলিংয়ে এসে ম্যাচের গ্রিপ নিজেদের করে নেন ব্রেথহোয়েইট। ওভারের পরের পাঁচ বলে শিভাম ও শুভমান গিলের উইকেট তুলে নেওয়ার পাশাপাশি মাত্র এক রান দেন তিনি। ক্যারিবীয় অলরাউন্ডারের মিতব্যয়ী ওভারে দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ ১৩ রানে ম্যাচ জিতে আইপিএলের ফাইনালে জায়গা করে নেয়। রবিবার ফাইনালে হায়দরাবাদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস।

হায়দরাবাদকে ফাইনালে তোলার ম্যাচে সাকিব প্রদর্শন করেন অলরাউন্ডিং পারফরম্যান্স। ব্যাটিংয়ে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ২৮ রান করেন ২৪ বলে। হায়দরাবাদ ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে, তার অগ্রভাগে ছিলেন বাঁহাতি ওপেনার শেখর ধাওযান, উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ও রশিদ খান। ধাওয়ান ৩৪ ও সাহা ৩৫ রান করেন। তবে হায়দরাবাদকে ফাইটিং স্কোর গড়ে দেন আফগানিস্তানের সাড়া জাগানো লেগ স্পিনার রশিদ মাত্র ১০ বলে ৩৪০ স্ট্রাইক রেটের ৩৪ রানের টর্নেডো ইনিংস খেলে। তার ইনিংসটিতে ছিল ৪টি ছক্কা। ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ভালোই লড়ছিল কলকাতা। কিন্তু রশিদের লেগ স্পিনের বিপক্ষে ভালোভাবে লড়াই করতে না পেরে ২০ ওভারে দলটির স্কোর দাঁড়ায় ১৬১ রান। ম্যাচ সেরা রশিদ ৪ ওভারের স্পেলে ১৯ রানের খরচে নেন ৩ উইকেট। সাকিব ৩ ওভারে ১৬ রানের খরচে নেন ১ উইকেট। প্রথম কোয়ালিফায়াইর্সের চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে জিততেও হেরে গিয়েছিল হায়দরাবাদ।

 

সংক্ষিপ্ত স্কোর

হায়দরাবাদ : ১৭৪/৭, ২০ ওভার, (সাকিব ২৮, ধাওয়ান ৩৪, সাহা ৩৫, রশিদ ৩৪*। যাদব ২/২৯, চাওলা ১/২২)।

কলকাতা : ১৬১/১০, ২০ ওভার, (লিন ৪৮, শুভমান ৩০। রশিদ ৩/১৯, ব্রেথহোয়েইট ২/১৫, সাকিব ১/১৬)।

ফল : হায়দরাবাদ ১৩ রানে জয়ী।

সর্বশেষ খবর