সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

স্পেনকে স্বপ্ন দেখাচ্ছেন লোপেতেগুই

ক্রীড়া প্রতিবেদক

স্পেনকে স্বপ্ন দেখাচ্ছেন লোপেতেগুই

ছোট ছোট পাস এবং ছন্দোময় ফুটবল-ল্যাটিন ঘরানার দর্শন। বিশ্বকাপের শুরু থেকে ছোট ছোট পাসে শৈল্পিক ফুটবল খেলে ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করে রেখেছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ ল্যাটিন আমেরিকার দলগুলো। গোটা বিশ্ব যখন ল্যাটিন ঘরানার ফুটবলে মোহগ্রস্ত, তখনই স্পেন ইউরোপীয় পাওয়ার ফুটবলের সঙ্গে ল্যাটিন ঘরানার ছোট ছোট পাসের মিশ্রণে বিশ্বকে উপহার দিল টিকিটাকা ফুটবল। এই টিকিটাকায় ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরে একটি বিশ্বকাপ ও দুটি ইউরোপীয় ট্রফি জয় করে বিশ্ব শাসন করেছে ভিনসেন্ট ডেল বস্কের স্পেন। সেই টিকিটাকা ফুটবল এখন ব্ল্যাকহোলে হারিয়ে যাওয়ার পথে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২০১৪ সালে প্রথম রাউন্ড থেকেই বাড়িতে ফিরেছিল। ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়নরা ২০১৬ সালে ব্যর্থ হয়েছিল পুরোপুরি। এমন ব্যর্থতায় সবাই যখন ভাবতে শুরু করে বিশ্ব ফুটবলে স্পেন অধ্যায় শেষ, তখনই সার্জিও র‌্যামোস, জর্ডি আলভা, ইনিয়েস্তাদের মতো পুরনো আর্মাডাকে নিয়ে ফের টিকিটাকার রাজত্বের শুরুর ইঙ্গিত দিলেন কোচ উলেন লোপেতেগুই। লোপেতেগুইয়ের নতুন দর্শনে স্পেন আবার বিশ্ব ফুটবল শাসনের স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে আরাধ্য রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ের। ডেল বস্কের ফুটবল দর্শনে চার বছর বিশ্ব শাসন করেছে স্পেন। ২০১৪ সালের বিশ্বকাপের প্রথম রাউন্ড টপকাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল টানা দুই আসরের চ্যাম্পিয়নদের। এমন অবস্থায় স্পেনের ক্রান্তিকাল নিয়ে ভাবাই স্বাভাবিক। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে বিধ্বস্ত হওয়ার পর ডেল বস্কের স্থলাভিষিক্ত হন লোপেতেগুই। দায়িত্ব পেয়ে পুরনো ও অভিজ্ঞদের নিয়ে ফিরে যান নিজের দর্শনে। জেরার্ড পিকে, র‌্যামোস, ইনিয়েস্তা, আলভা, ডেভিড সিলভাদের নিয়ে ছন্দময়ী একটি ফুটবল দলে পরিণত করেন স্পেনকে। ইউরো ২০১৬ ইউরোতে দল থেকে রাশিয়া বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে সাত ফুটবলার। এদের সঙ্গে থাকছেন থিয়াগো আলকানতারা, দানি কারভালহো, ইস্কো এবং দিয়েগো কোস্তাদের। এদের নিয়ে বেশ শক্তিশালী দেখাচ্ছে স্পেনকে। এদের নিয়ে টিকিটাকা ফিরিয়ে আনার স্বপ্ন দেখাচ্ছেন লোপেতেগুই। ইনিয়েস্তারাও স্বপ্ন দেখাচ্ছেন ফুটবলপ্রেমীদের ফের নতুন করে বিশ্ব শাসনের। নতুন মুখ ইস্কোরাও প্রস্তুত সিনিয়রদের সঙ্গে মিলে ফের স্পেন রাজত্বের।

বিশ্বকাপেও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপে। ইনিয়েস্তাদের সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, মরক্কো ও ইরান। গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া আপাতত সহজই মনে হচ্ছে। কিন্তু টিকিটাকার রাজত্ব ফিরিয়ে আনতে প্রথম পর্ব টপকাতেই হবে লোপেতেগুইয়ের স্পেনকে।    

সর্বশেষ খবর