সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

সুপার ফাইভে সুপার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

সুপার ফাইভে সুপার লড়াই

সুপার ফাইভে সুপার লড়াইয়ে আবাহনী ও মোহামেডান মুখোমুখি হচ্ছে। গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে মোহামেডান এখন পর্যন্ত ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। একমাত্র অপরাজিত দল তারাই। লিগের প্রথম পর্বে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে মোহামেডান ২-১ গোলে আবাহনীকে হারায়। আরেক ফেবারিট দল মেরিনার্সকে ৩-১ গোলে হারিয়ে সাদা কালোরা সুবিধাজনক অবস্থানে আছে।

সুপার ফাইভে আজকের ম্যাচ জিততে পারলে মোহামেডান যেমন এগিয়ে যাবে। তেমনিভাবে শিরোপা লড়াইয়ে ফিরে আসতে আবাহনীর জয়টা খুব জরুরি। মেরিনার্সের কাছেও হেরে প্রথম পর্বেই ৬ পয়েন্ট নষ্ট করেছে তারা। কাগজে কলমে মেরিনার্স ও আবাহনী শক্তিশালী দল গড়েছে। সেই তুলনায় মোহামেডান বড্ড পিছিয়ে ছিল। রাসেল মাহমুদ জিমি ছাড়া দলে কোনো তারকা খেলোয়াড় নেই। তবুও বিদেশিদের নিয়ে চমৎকার খেলছে। এখন পর্যন্ত  লিগে ছয় হ্যাটট্রিক করে বিরল রেকর্ড গড়েছে জিমি। ভারতীয় খেলোয়াড় অরবিন্দর সিংও চার হ্যাটট্রিক করেন। আবাহনীর আশরাফুলও করেছেন চার হ্যাটট্রিক।

মোহামেডানের অরবিন্দর সিংয়ের স্ট্রিক ওয়ার্ক চোখে পড়ার মতো। পুরো দলকেই তিনি খেলাচ্ছেন। অনুশীলনে আঘাত পেলেও তিনি আজ খেলবেন। বিকাল ৪টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দু দলই জেতার জন্য মরিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে বলা মুশকিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর