সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপের টুকিটাকি

বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আয়োজক

১৯৩০ সালে দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবলের যাত্রা। আয়োজকের দায়িত্ব পায় উরুগুয়ে। প্রথম স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপও জিতে নেয় উরুগুয়ে। চারপুলে বিভক্ত হয়ে ১৩টি দেশ অংশ নেয়। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা হারায় যুক্তরাষ্ট্রকে। দ্বিতীয় সেমিতে উরুগুয়ে পরাজিত করে যুগোশ্লাভিয়াকে। ফাইনালে উরুগুয়ে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ জিতে।

প্রথম হ্যাটট্রিক

ফুটবলে এখন হ্যাটট্রিক করাটা সহজ হয়ে গেছে। ম্যাচে কোনো খেলোয়াড় তিন গোল করলেই হ্যাটট্রিকের কৃতিত্ব পেয়ে যান। আগে হ্যাটট্রিক করতে হলে টানা তিন গোল করতে হতো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন গুইয়ারমো স্টাবিল। আর্জেন্টিনার এই ফুটবলার ১৯৩০ সালে পুল ‘এ’ তে মেক্সিকোর বিপক্ষে টানা তিন গোল দিয়ে হ্যাটট্রিক করেন। ম্যাচে আর্জেন্টিনা ৬-৩ গোলে জয়ী হয়েছিল।

আর্জেন্টিনা-ব্রাজিলের প্রথম জয়

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের জনপ্রিয়তা তুঙ্গে। ব্রাজিল সর্বোচ্চ ৫ ও আর্জেন্টিনা দুবার বিশ্বকাপ জিতে। ব্রাজিল প্রথম বিশ্বকাপ জিতে ১৯৫৮ সালে। আর্জেন্টিনা ১৯৭৮ সালে। প্রশ্ন হচ্ছে এই দল বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে কবে। ১৯৩০ সালে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারায়। ম্যাচে গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু ১ গোলে জিতেই সন্তুষ্ট থাকতে হয়। জয় দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করলেও ব্রাজিল তা পারেনি। ১৯৩০ সালে তারা প্রথম ম্যাচে যুগোশ্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে যায়। পরের ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখে ব্রাজিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর