মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

সুখবর দিলেন সালাহ

ক্রীড়া ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের সুখবর দিয়েছেন মোহাম্মদ সালাহ। নিজের ছবিসহ এক টুইট বার্তায় ভালো বোধ করছেন বলে জানিয়েছেন মিসরীয় এই ফরোয়ার্ড। যদিও তাকে মূল দলে রাখা হয়েছে। তবে এবার সালাহ বিশ্বকাপে মিসরের হয়ে মাঠে নামতে পারবেন কিনা সংশয় রয়েছে। মিসর ফুটবল ফেডারেশন জানিয়েছে তিন সপ্তাহের মধ্যে ২৫ বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ মিসরের। সুস্থ হতে যদি তিন সপ্তাহ সময় লাগে তাহলে সালাহ খেলবেন কীভাবে? অবশ্য সালাহ যদি নিজেকে ফিট মনে করেন তাহলে কোচ মাঠে নামাতেই পারেন। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে রিয়ালের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলতে নেমে ইনজুরির শিকার হন সালাহ। অথচ এবার বিশ্বকাপে সালাহকে বড় তারকার তালিকায় রাখা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর