মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

স্পেনকে রুখে দিল সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

স্পেনকে রুখে দিল সুইজারল্যান্ড

আগের প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। এত বড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে ছিল স্প্যানিশরা। এবার বিশ্বকাপে শুধু ফেবারিট নয়। অনেকে বলছেন বিশ্বকাপ জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে স্পেনের। সেই স্পেনই নিজের মাঠে রবিবার প্রস্তুতি ম্যাচে নামে সুইজারল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনাকে বিধ্বস্ত করলেও সুইজারল্যান্ডকে হারাতে পারেনি। ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। দলে নিয়মিত সব সদস্য থাকলেও ছিলেন না রামোস, ইস্কো, আওয়াসেন্সিরা। তবু দল হিসেবে স্পেনই ছিল ফেবারিট। হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের। নিয়মিত অধিনায়ক সার্জি ও রামোসের অনুপস্থিতিতে আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনকে নেতৃত্ব দেন। ম্যাচের শুরু থেকেই সুইসদের চেপে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে দিশাহারা হয়ে পড়ে সুইজারল্যান্ড। তবু গোলের দেখা পাচ্ছিল না স্পেন। ২১ মিনিটে দিয়েগো কস্তার তৈরি করে দেওয়া বল কাজে লাগাতে পারেননি দাউদ সিলভা। ২৩ মিনিটে অবশ্য গ্যালারি উৎসবে মেতে ওঠে। দুর্দান্ত এক আক্রমণে গোল করে বসেন রাইট ব্যাক আদ্রিও জোলা। গোলের পর স্পেনের আক্রমণ আরও বেড়ে যায়। মনে হচ্ছিল ব্যবধান আরও বাড়বে। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডও গুছিয়ে খেলতে থাকে। ৬২ মিনিটেই সমতায় ফিরে তারা। স্পেনের গোলরক্ষক ডেভিড প্রতিপক্ষের একটি আক্রমণ দৃঢ়ভাবে প্রতিহত করলেও সামনে পাওয়া বলে গোল করতে ভুল করেননি সুইজারল্যান্ডের লেফট ব্যাক রিকার্ডো রদ্রিগেজ। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ হলেও গোল আর হয়নি। দুই দল ড্র করে মাঠ ছাড়ে।

সর্বশেষ খবর