মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

মোহামেডানকে হারিয়ে আবাহনীর প্রতিশোধ

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানকে হারিয়ে আবাহনীর প্রতিশোধ

জমে উঠল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগ। মেরিনার্স, আবাহনী ও মোহামেডানের মধ্যে কে যে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। প্রথম পর্বে সব কটি ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে ছিল ঐতিহ্যবাহী মোহামেডান। গতকাল সুপার ফাইভের লড়াইয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ৩-২ গোলে হেরে যায়। প্রথম পর্বে যেখানে তারা জিতেছিল ২-১ গোলে। আবাহনীর জয়ে অবস্থা এখন এমন দাঁড়িয়েছে—৭ জুন মেরিনার্স-মোহামেডানের ম্যাচে ফলাফলের ওপর শিরোপা নির্ভর করছে। আজ যদি আবাহনীকে হারিয়ে দেয় মেরিনার্স, তাহলে ৭ জুনের ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হবে। অবশ্য তার আগে আজ সোনালী ব্যাংকের বিরুদ্ধে জিততে হবে মোহামেডানকে। আজ আবাহনী জিতলে মেরিনার্সের বিপক্ষে ড্র করলেই মোহামেডান চ্যাম্পিয়ন হবে। শিরোপারেসে টিকে থাকতে আবাহনী কাল শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে। ২ মিনিটেই তাজউদ্দিনের গোলে এগিয়ে যায় তারা। ৭ মিনিট পরই মোহামেডানের পক্ষে সমতা ফেরান গুরু জিন্দর সিং। ২০ মিনিটে রোমানের গোলে আবারও এগিয়ে যায় আবাহনী। ৩৮ মিনিটে তা শোধ করেন গুরু জিন্দর। ৬১ মিনিটে রোমানের গোলেই জিতে যায় আবাহনী।

অন্য দিকে দিনের প্রথম ম্যাচে মেরিনার্স ৯-১ গোলে অ্যাজাক্সকে পরাজিত করে।

সর্বশেষ খবর