শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

শেষ হলো টাইগারদের লজ্জার সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

শেষ হলো টাইগারদের লজ্জার সিরিজ

শেষ ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। ৩-০ ব্যবধানে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল টাইগাররা। আফগানরা সিরিজ জিতেছিল আগের ম্যাচেই। কাল শেষ ম্যাচেও বাংলাদেশকে জিততে দেয়নি তারা। শেষ পর্যন্ত লড়াই করে মাত্র ১ রানে হেরে যায় বাংলাদেশ। জয়ের জন্য কখনো কখনো পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যের ছোঁয়াও লাগে কিছুটা! কিন্তু কাল ভাগ্য মুশফিকদের পক্ষে ছিল না। শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩০ রান। আফগান পেসার করিম জানাতের করা ১৯তম ওভারে প্রথম পাঁচ বলে পাঁচ বাউন্ডারি এবং শেষ বলে সিঙ্গেল রান নিয়ে ম্যাচ হাতের মুঠোয় নেন মুশফিক। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান। কিন্তু রশিদ খানের ওভারে প্রথম বলেই আউট হয়ে যান মুশফিক। পরের চার বলে আসে মাত্র ৫ রান। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৪ রান। আরিফুল ইসলাম ব্যাট চালিয়ে ছিলেন। বল লং অন দিয়ে সীমানার দিকে যাছিল। কিন্তু লাফিয়ে বলটি আটকে দেন আফগান ফিল্ডার শফিকুল্লাহ। প্রথমে মনে হচ্ছিল বাউন্ডারি হয়ে গেছে, রিপ্লেতে দেখে নিশ্চিত হতে হয় বাউন্ডারি হয়নি। এদিকে তৃতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যান মাহমুদুল্লাহ। রানটি সম্পন্ন হলেও ম্যাচটি টাই হয়ে যেত। তবে এ ম্যাচে হারলেও ৩৭ বলে ৪৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ৪৫ রানের ইনিংস। গতকাল আফগানিস্তানের দেওয়া ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৫৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মুশফিক ও মাহমুদুল্লাহ মিলে ৮৪ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ১৪৫/৬, ওভার ২০, বাংলাদেশ : ১৪৪/৬, ওভার ২০

সর্বশেষ খবর