শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

‘চ্যাম্পিয়ন হলে অনেকে খুশি হবেন’

‘চ্যাম্পিয়ন হলে অনেকে খুশি হবেন’

পাঁচ দিন বাকি বিশ্বকাপ মাঠে গড়ানোর। ফুটবল মহাযজ্ঞ উপভোগ করতে অপেক্ষা ফুটবলপ্রেমীদের। অপেক্ষায় বিশ্বসেরা তারকাদের নান্দনিক ফুটবলশৈলী দেখার। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ইডেন হ্যাজার্ডদের মতো তারকা থাকার পরও সবার আলাদা নজর থাকবে লিওনেল মেসির ওপর। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের ফুটবল সৌকর্যের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপের শিরোপা জয়। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে স্পেনের এক দৈনিকে নিজের ভাবনার কথাগুলো বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক...

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ব্যর্থতা...

সত্যি বলতে খুবই হতাশাজনক। একবার নয়, তিনবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এ ব্যর্থতা ভাঙতেই হবে। আরেকটা বছর চ্যাম্পিয়ন্স লিগ অধরা থেকে যাবে, এমনটা হতে পারে না। আগামী বছর বার্সেলোনাকে চ্যাম্পিয়ন হতেই হবে।

জিদান হঠাৎ করে রিয়াল ছাড়লেন...

জিদানের এমন সিদ্ধান্তে অন্যদের মতো আমিও অবাক হয়েছি। কেউ ভাবেননি তিনি রিয়াল ছাড়বেন। এর পেছনে নিশ্চয় কোনো ব্যক্তিগত কারণ আছে। এটা সত্যি, জিদানের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ সব শিরোপাই জিতেছে রিয়াল।

জিদান নেই। রিয়ালে রোনালদোর ভবিষ্যৎ কী?

রোনালদো রিয়ালে থাকবেন কিনা, আমি জানি না। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে মন্তব্য করতে রাজি নই।

গ্রিজমানের বার্সেলোনায় আসা প্রসঙ্গে...

গ্রিজমান দুর্দান্ত একজন ফুটবলার। সে যদি বার্সেলোনায় আসে, তাকে খেলানোর বিষয়টা কোচের ওপর নির্ভর করবে। অবশ্য গ্রিজমানের বার্সেলোনায় আসাটা এখনো ১০০ শতাংশ নিশ্চিত নয়। বার্সেলোনা বিশ্বসেরা দল। আমরা দলে বিশ্বসেরা ফুটবলারকেই চাইব।

ইনজুরি কাটিয়ে নেইমার ফিরেছেন...

আমি চাই নেইমার বার্সেলোনায় ফিরুক। দুর্দান্ত একজন ফুটবলার। একটা কথা বলতেই হবে, আমি কখনই চাইব না নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিক।

বিশ্বকাপে আপনাকে অনেক সতীর্থের সঙ্গে লড়তে হবে। কেমন লাগবে...

জানি অনেকের সঙ্গেই লড়াই হবে। এ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি। ওরা বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে খেলবে। সবার আগে আমাদের প্রথম ম্যাচে আইসল্যান্ডকে হারাতে হবে।

প্রতিপক্ষ আইসল্যান্ড কেমন?

আইসল্যান্ড খুব লড়িয়ে দল। ওদের রক্ষণভাগ খুব ভালো। খুব সংগঠিত ফুটবল খেলে দলটি।

রাশিয়ায় এবার নজর কাড়বে কারা?

ব্রাজিলের নেইমার, কটিনহো; স্পেনের ইনিয়েস্তা, ডেভিড সিলভা; বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড, কেভিন দ্য ব্রুইন; ফ্রান্সের আছে কিলিয়ান এমবাপ্পে, গ্রিজমান। এ ছাড়া আরও ভালো ফুটবলার আছেন। জার্মানির কোনো তারকা হয়তো নেই। কিন্তু দল হিসেবে ওরা খুবই ভালো।

বিশ্বকাপ নিয়ে আপনার ভাবনা...

আমি একটা বিষয় নিয়ে খুব গর্ববোধ করছি। বিশ্বের নানা প্রান্তের মানুষ চান আমি যেন এবার বিশ্বকাপটা জয় করি। বিশ্বকাপ জিতলে অনেকেই খুশি হবেন। এটা সত্যিই গর্বিত হওয়ার মতো একটা ব্যাপার।

আপনার ভবিষ্যৎ...

জাভি কাতারে গেছে। ইনিয়েস্তা জাপানে। আমি এখনো ঠিক করিনি আমার ফুটবল ভবিষ্যৎ। জন্মস্থান নিউওয়েলসে ফুটবল জীবন শেষ করব কিনা এখনো জানি না।

সর্বশেষ খবর