শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

ইনজুরিতে জর্জরিত দলগুলো

ক্রীড়া ডেস্ক

ইনজুরিতে জর্জরিত দলগুলো

বিশ্বকাপের আর মাত্র পাঁচ দিন বাকি। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করে নিচ্ছে। মূল লড়াইয়ে নামার আগে মহড়া দিতে গিয়েই ইনজুরিতে ছিটকে পড়ছেন একে একে অনেকে। এর মধ্যে যোগ হলেন জার্মান তারকা মেসুট অজিল, ব্রাজিলের ফ্রেড এবং আর্জেন্টিনার ল্যানজিনি। হাঁটুর সমস্যার কারণে সৌদি আরবের বিপক্ষে জার্মানির প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি না মেসুট অজিল। অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানি ২-১ গোলে পরাজিত হয়েছিল। তবে ওই ম্যাচে মেসুট অজিলের গোলেই এগিয়ে গিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়ার বিপক্ষেই ইনজুরিতে পড়েন এই আর্সেনাল তারকা। অবশ্য জার্মান ফুটবল ফেডারেশন এক বিবৃতি জানিয়েছে, সতর্কতার জন্যই অজিলকে মাঠে নামানো হচ্ছে না। বিশ্বকাপে তিনি ঠিকই থাকবেন। এদিকে ব্রাজিলের ইনজুরি তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। ডগলাস কস্তা, রেনাতো, গ্যাব্রিয়ের জেসুস এবং ফগনারের পর এবার ফ্রেডের ইনজুরি দেখা দিয়েছে। অবশ্য ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ফ্রেডকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা করতে হবে কি না পরে জানা যাবে। আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনিও ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তার আঘাতটা গুরুতরই। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইটার বার্তায় জানিয়েছে, তার হাঁটুর লিগামেন্টে সমস্যা দেখা দিয়েছে। অনুশীলনে আঘাত পেয়েছেন ল্যানজিনি। বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না বলা কঠিন। বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির আঘাত ফেবারিটদের শক্তি অনেকটাই খর্ব করে দিচ্ছে। এবারের বিশ্বকাপ কি নতুন কিছুরই ইঙ্গিত দিচ্ছে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর