শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শেষ ওভারের ভিলেন মুশফিক!

ক্রীড়া ডেস্ক

শেষ ওভারের ভিলেন মুশফিক!

জয়োৎসবের মঞ্চ প্রস্তুত। সবাই প্রস্তুতি নিচ্ছেন আরও একটি জয়ের বাঁধনহারা আনন্দে মেতে উঠতে। তখনই হতাশার কালো মেঘে ঢাকা পড়ে যায় আনন্দ, উৎসব পালনের মঞ্চ। একেবারে কাছে এসে হেরে যায় বাংলাদেশ। তীরে কাছে এসে হেরে যাওয়ার কষ্টের বহু ইতিহাস রয়েছে টাইগারদের। গায়ানায় সেই হতাশার মুকুটে গতকাল যোগ হলো আরও একটি কষ্টের, দুঃখের কালো পালক। জেতা ম্যাচ ৩ রানে হারের বেদনায় এখন নীল দেশের ক্রিকেটাঙ্গন। গায়ানার এই হারে সিরিজ জয় হাতছাড়া করেছেন মাশরাফিরা। অথচ শেষ ওভারের আগে পর্যন্ত জয়ের সুবাতাস পাচ্ছিল টাইগাররা। কিন্তু ম্যাচ হেরে যায় শেষ ওভারের নাটকে। তাতেই অনাকাঙ্ক্ষিতভাবে ‘ভিলেন’ হয়ে গেলেন ৬৭ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা মুশফিকুর রহিম। দেশসেরা ব্যাটসম্যানকে কেন ভিলেন বলা হচ্ছে? পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি করে দেখা গেছে, সাবেক অধিনায়ক মুশফিক বহু ম্যাচে সেট হয়ে শেষ ওভারে আউট হয়েছেন। তখন দলও জেতা ম্যাচ হেরে গেছে!

দুই বছর আগে ব্যাঙ্গালুরুর স্মৃতি এখনো তরতাজা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিততে শেষ ওভারে জয়ের জন্য দরকার ১১ রান। প্রথম দুই বলে হার্দিক পান্ডিয়াকে দুই বাউন্ডারি মেরে মুশফিক সংগ্রহ করেন ৮ রান। শেষ ৪ বলে দরকার ৩ রান। চার নম্বর বলটি ছিল ‘লো ফুলটস’। ডিপ মিড উইকেটে খেলতে যেয়ে ক্যাচ দেন মুশফিক। জেতা ম্যাচ বাংলাদেশ হেরে যায় ১ রানে। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে মুশফিক শেষ ওভারে আউট হলে ১ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। দেরাদুনে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ ছিল সেটা। ১৯ নম্বর ওভারে টানা ৫ বাউন্ডারি ম্যাচ গ্রিপে নিয়ে আসেন মুশফিক। শেষ ওভারে যখন জয়ের উদযাপন করার অপেক্ষায় বাংলাদেশ শিবির, তখনই শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরে যান মুশফিক। হেরে যায় বাংলাদেশ। এবার একই চিত্র মঞ্চস্থ হলো গায়ানায়। ৬৭ বলে ৬৮ রান তুলে ম্যাচকে একেবারে গ্রিপে নিয়ে নেন মুশফিক। জয়ের জন্য দরকার ৬ বলে ৮ রান। বোলার জেসন হোল্ডারের প্রথম বলটি ছিল লো ফুলটস। মুশফিক চাইলেন মিড উইকেট দিয়ে ওভার বাউন্ডারি হাঁকাতে। কিন্তু দীর্ঘসময় খেলার ক্লান্তিতে শক্তি হারানো মুশফিক পারলেন না সীমানা দড়ি পার করতে। যা হবার তাই হলো। আউট হলেন মুশফিক। জেতা ম্যাচটি হেরে গেল বাংলাদেশ ৩ রানে। এক, দুটি নয়, পাঁচ পাঁচটি ম্যাচে শেষ ওভারে এমন বালকসূলভ ব্যাটিং করতে যেয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক। তার বিদায়ের পর জেতা ম্যাচগুলোও হেরেছে বাংলাদেশ।   

কেন এমনটি হচ্ছে? কোনো উত্তর জানা নেই। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফিও কিছু বলতে পারেননি। আসলে জানা নেই শেষ ওভারে মুশফিকের সাজঘরে ফেরার রহস্য। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর