শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

একই ভুল বার বার করছি : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

আবারও তীরে এসে ডুবল তরী। গায়ানায় নাটকীয় ম্যাচে ৩ রানে হেরে গেল বাংলাদেশ। বার বার এমন হার মানতে পারছেন না অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা বোঝানো কঠিন। যদি এমন হতো ১২ বলে ২০ রান দরকার, সেটিও মেনে নেওয়া যেত। ১৩ বলে ১৪, কী কারণে আপনি হারলেন বলা কঠিন। সত্যি বলতে কি, একই ভুল বারবার করছি। এই পরিস্থিতিতে স্নায়ু আরও স্বাভাবিক রাখা যেত। এক এক করে নিলেই খেলাটা শেষ হয়ে যেতে পারত।’

গায়ানায় সিরিজ জয়ের আনন্দে মেতে উঠতে পারতো বাংলাদেশ। উল্টো নিজেদের ভুলে ম্যাচটা যেন ওয়েস্ট ইন্ডিজকে উপহার দিলেন ক্রিকেটাররা। শেষ মুহূর্তে বাড়তি চাপ নিতে গিয়েই এমন হচ্ছে বলে মনে করেন টাইগার দলপতি, ‘আমরা পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম। প্যানিক হওয়ার কারণে এটা হয়েছে। বারবার ভুলটা হচ্ছে, এটা থেকে শিখতে পারছি না। এই আতঙ্ক থেকে মাথায় হয়তো কাজ করেছে বড় শট খেলে ম্যাচ শেষ করতে হবে। ওই প্যানিকে উইকেট পড়ছে, ডট বল হচ্ছে। নতুন ব্যাটসম্যান যে আসছে, সেও ডট বল দিচ্ছে।’

গায়ানার উইকেট অনেকটা বাংলাদেশের উইকেটের মতোই। এমন কন্ডিশন পেয়েও সিরিজ নিশ্চিত করতে পারেনি টাইগাররা।

 পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তের হতাশার কারণে হেরে যায় মাশরাফি। এখনো সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে হারাতে হবে ক্যারিবীয়দের। সেন্ট কিটসে কি পারবে বাংলাদেশ?

সর্বশেষ খবর