বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চেলসি ছেড়ে রিয়ালে হ্যাজার্ড!

ক্রীড়া ডেস্ক

চেলসি ছেড়ে রিয়ালে হ্যাজার্ড!

ইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হতে খুব বেশি দেরি নেই। এখন চলছে দল গোছানোর কাজ। অনেক ক্লাবই নতুন মৌসুমের জন্য দল গোছানোর কাজ প্রায় শেষ করে এনেছে। তবে ইউরোপসেরা খেতাব জেতা রিয়াল মাদ্রিদ এখনো অনেকটা পিছিয়ে আছে। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ অনেক দুর্বল হয়ে পড়েছে। তবে ক্লাব কর্তারাও বসে নেই। নতুন নতুন তারকাদের নাম বিবেচনায় আনছে তারা। এরই মধ্যে চূড়ান্তভাবে চেলসির বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ডের দিকে হাত বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে দলে পেলে রোনালদোর অভাব অনেকটাই পুষিয়ে নিতে পারবে স্প্যানিশ জায়ান্টরা। ব্রিটিশ মিডিয়ার খবর, এরই মধ্যে নাকি হ্যাজার্ডের ব্যাপারে আলোচনা শুরু করেছে দুপক্ষ।

ইডেন হ্যাজার্ড ২০১২ সাল থেকে চেলসিতে খেলছেন। সে সময় থেকেই তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। চেলসির সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ইডেন হ্যাজার্ডের ব্যাপারে রিয়াল মাদ্রিদ আগ্রহী হতেই তার সম্ভাব্য বিকল্প হিসেবে কয়েকজনকে পছন্দের তালিকায় রেখেছে চেলসি। এদের মধ্যে শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্তো লিওয়ান্দোভস্কি। ব্রিটিশ মিডিয়ার দাবি, রবার্তো লিওয়ান্দোভস্কিকে দলে পেতে বড় অঙ্কের অর্থ নিয়েই প্রস্তাব দিবে চেলসি। অবশ্য তার আগে ব্লুজরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে নিশ্চিত হতে চাইছে। হ্যাজার্ডকে হারালেই কেবল লিওয়ান্দোভস্কিকে দলে নিবে চেলসি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সামনে রোনালদোর শূন্য স্থান পূরণে যে কয়টা বিকল্প ছিল তার মধ্যে হ্যাজার্ডই হচ্ছে সবচেয়ে সহজসাধ্য। কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারের দিক থেকে এখন হাত গুটিয়ে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদ কোচ লোপেতেগুই বলেছেন, ‘রোনালদো চলে যাওয়ার পর আমরা আর পূর্ণাঙ্গ দল নই। তবে আমাদের যেমন দল আছে তাই নিয়েই আমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবো।’ কিন্তু বেলে অথবা কভাচিচের মতো তারকারাও যদি ক্লাব ছেড়ে যান, তবে বিপদেই পড়বে রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে হ্যাজার্ডের মতো কাউকে খুবই প্রয়োজন হবে তাদের। স্প্যানিশ পত্রিকা মার্কা বলছে, কেবল হ্যাজার্ডই নয় রিয়াল মাদ্রিদ তাকিয়ে আছে হ্যারি কেইনের দিকেও। দেখা যাক, শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কাকে দলে নিতে পারে!

 

সর্বশেষ খবর