বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মন জয় করল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

মন জয় করল আফগানিস্তান

এশিয়া কাপ শেষ হওয়ার পথে। বাকি কেবল ফাইনাল। সুপার ফোরে কোনো ম্যাচই জিততে না পারায় বিদায় নিয়েছে আফগানিস্তান। তবে ভারতের সঙ্গে নিজেদের শেষ ম্যাচটা টাই করেছে তারা। তাছাড়া গ্রুপ পর্বে জিতেছে দুটি ম্যাচ। শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে ৯১ রানে। বাংলাদেশকে হারিয়েছে ১৩৬ রানে। তবে জয় পরাজয়ের হিসেব ছাড়াই আফগানিস্তান মন জয় করেছে ক্রিকেট ভক্তদের। সুপার ফোরের প্রতিটা ম্যাচেই দুর্দান্ত লড়াই করেছে। প্রতিপক্ষ জয় পেয়েছে কোনোরকমে।

সুপার ফোরে ভারত প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বড় ব্যবধানে। বাংলাদেশকে ৩৬.৩ ওভারেই হারিয়েছে ৭ উইকেটে। পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ৩৯.৩ ওভার খেলেই। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ভারত সহজে তো দূরে থাক, জয়টাই পায়নি। ম্যাচের শেষ ওভারের পঞ্চম বলে অলআউট হয়েছে ভারত। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখে ভক্তদের মন ভরে গেছে। কেবল ভারতের বিপক্ষে ম্যাচটাই নয়, আফগানিস্তান অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষেও। এই দুটি ম্যাচেও আফগানরা জিততে পারেনি। তবে তাদের পরাজয়টাও ছিল মুগ্ধকর। প্রতিপক্ষের জন্য শ্বাসরুদ্ধকর। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৫৭ রান করেছিল আফগানরা। জবাব দিতে নেমে পাকিস্তানকে বেশ উৎকণ্ঠায় থাকতে হয়েছে। রশিদ খানদের দুর্দান্ত বোলিং পাকিস্তানকে পুরো ম্যাচে কোনো সময়ই স্বস্তিতে থাকতে দেয়নি। শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। শোয়েব মালিক একটা ছক্কা এবং একটা চার পাকিস্তানকে জয় উপহার দিয়েছিল ঠিকই। কিন্তু আফগানদের দুর্দান্ত বোলিং দেখেই বেশি মুগ্ধ হয়েছেন দর্শকরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর