বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিক্রি হয়ে যাচ্ছে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

বিক্রি হয়ে যাচ্ছে ম্যানইউ

বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কি বিক্রি হয়ে যাচ্ছে? এতদিন এই খবরকে গুজব মনে হয়েছিল। কিন্ত খোদ ব্রিটিশ গণমাধ্যমে যখন এই খবর প্রকাশ হয়েছে তাকে কী গুজব বলা যাবে? হ্যাঁ, বেশ কটি গণমাধ্যমে গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো ফুটবলে বড় ধরনের বিনিয়োগ করবে সৌদি আরবও। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি ইংলিশ ক্লাব ম্যান ইউ  কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এ নিয়ে দুই পক্ষের আলোচনাও শুরু হয়ে গেছে। যদি সত্যিই এই বিখ্যাত ক্লাব বিক্রি হয়ে যায় তাহলে এর মূল্য হবে কত? আমেরিকান মালিক গ্ল্যাজের পরিবারের কাছ থেকে ম্যান ইউ কিনতে হলে ৪ বিলিয়ন ডলার খরচ করতে হবে সৌদি যুবরাজকে। কাতারের ব্যবসায়ী আল খেলাইপি ২০১২ সালে কেনেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আমিরাতের বিলিয়নার শেখ মনসুর বিন জায়েদ ম্যানচেস্টারের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটি কেনেন ২০০৮ সালে। বিনিয়োগ বৃথা যায়নি তার। ২০০৮ সালে মনসুর যে ক্লাবটি কেনেন ২১০ মিলিয়ন পাউন্ডে। ফোর্বসের প্রতিবেদনে ২০১৮ সালে তার মূল্য দেখানো হচ্ছে ২ বিলিয়ন পাউন্ডের বেশি। গত বছর ফুটবলের উন্নতির জন্য সৌদি আরবের জেনারেল স্পোর্টস কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে তারা। এই সম্পর্কের সূত্র ধরেই কী ম্যানেচস্টার ইউনাইটেডের মালিক হতে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান।

সর্বশেষ খবর