বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফেডারেশন কাপ পিছিয়ে যাচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে দল বদল শেষ। ১৩টি ক্লাবই নতুন মৌসুমের জন্য খেলোয়াড়দের নাম নিবন্ধনও করে ফেলেছে। এখন মাঠে নামার পালা। ১৯৮০ সাল থেকেই ফেডারেশন কাপ দিয়েই নতুন মৌসুমের পর্দা উঠছে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। লিগ কমিটি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল ২২ অক্টোবর ফেডারেশন কাপ শুরু হবে। পেশাদার লিগের পর্দা উঠবে ১৫ নভেম্বর। সেই শিডিউলের রদবদল হচ্ছে। পিছিয়ে যাচ্ছে ফেডারেশন কাপ এমন কি লিগও।

লিগ কমিটির চেয়ারম্যান, বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এমপি বললেন, ‘আমাদের টার্গেট ছিল ঘোষিত তারিখেই ফেডারেশন কাপ মাঠে নামানোর। কিন্তু কয়েকটি ক্লাব অনুরোধ করেছে তা পিছিয়ে দিতে। কারণ দল বদল করলেও এখনো তারা অনুশীলন শুরু করতে পারিনি। ক্লাব নিয়েই তো ফুটবল তাই আমরা চিন্তা করছি ফেডারেশন কাপ পিছিয়ে দিতে পারি। অবশ্য বেশিদিন নয়। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই নতুন তারিখ নির্ধারণ হবে।’

সর্বশেষ খবর