মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের জয়

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের জয়

রহমতগঞ্জের রক্ষণভাগে বসুন্ধরা কিংসের বিশ্বকাপ খেলা কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেসের আক্রমণ —সংগৃহীত

দিন কয়েকের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন কাপ। প্রিমিয়ার লিগের ১৩টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলতে নামবে এই টুর্নামেন্টে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট জিতে লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে চায় বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে খেলতে নামার আগে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিচ্ছে বসুন্ধরা গ্রুপের এই ক্লাবটি। চার জন বিদেশি ফুটবলার নিয়ে দুরন্ত দল গড়া দলটি প্রীতি ম্যাচে নিজেদের শক্তিশালী দল হিসেবেই প্রমাণ করেছে। মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টকে হারিয়ে শুরু করেছিল প্রিমিয়ার লিগের নতুন দলটি। এবার লিগের দলগুলোকেও একের পর এক হারিয়ে চলেছে। গতকাল বিকালে প্রীতি ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ব্রাজিলের মার্কোস ভিনিসাস এবং বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস জুটি দারুণ জমে উঠেছে। দিন কয়েকের মধ্যেই দুজন নিজেদের মধ্যে বুঝাপড়াটা সেরে নিয়েছেন।

গতকাল বসুন্ধরা কিংস মাঠে নেমেই দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে। বল দখলের লড়াই, কাউন্টার আক্রমণ এবং নিজেদের রক্ষণ সামলানো সবদিক দিয়েই বসুন্ধরা কিংস নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বিশ্বকাপ তারকা কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস বসুন্ধরা কিংসকে ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে দেন। তাকে এসিস্ট করেন কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুয়েসবেকভ। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধেও খেলতে নেমে আধিপত্য ধরে রাখে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা। এবার কলিনড্রেস-মার্কোস জুটির ঝলক দেখার সুযোগ হয় দর্শকদের। ম্যাচের ৫৫তম মিনিটে এ দুজন আক্রমণে যান। কলিনড্রেসের এসিস্টে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মার্কোস ভিনিসাস। লিগ শুরুর আগেই দুজনের রসায়নটা দারুণ জমে উঠেছে। ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই মার্কোস বলেছিলেন, এবার তিনিই হতে চান সেরা গোলদাতা। মৌসুম শুরুর আগেই তার প্রমাণ দিতে শুরু করেছেন এই ব্রাজিলিয়ান। বসুন্ধরা কিংস প্রীতি ম্যাচে এর আগেও জিতেছে। শেখ রাসেলকে হারিয়েছে। মালদ্বীপের নিউ রেডিয়ান্টকেও হারিয়েছে তারা। ফেডারেশন কাপের জন্য পূর্ণ প্রস্তুত দলটা। মৌসুমের প্রথম এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৭ অক্টোবর থেকে। ডি গ্রুপে শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি, মোহামেডান স্পোর্টিং এবং নোফেল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। কঠিন এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুতিটা ভালোই হলো অস্কার ব্রুজোনের শিষ্যদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর