মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আফগান লিগে চ্যাম্পিয়ন বালখ

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বালখ লিজেন্ডস। পরশু রাতে শিরোপা জিততে গেইল-নবীদের দল বালাখ ৪ উইকেটে হারিয়েছে কাবুল জওয়ানকে। টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। কিন্তু টুর্নামেন্ট শেষ না করেই ফিরে আসেন দেশে। 

‘মরু শহর’ শারজাহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের কাবুল। কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেননি রশিদ বাহিনী। বালাখের পেসার কোয়াইশ আহমেদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে কাবুল। ১৩৩ রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় বালাখ। প্রথম আসরের ট্রফি জিততে সামনে থেকে বালাখকে নেতৃত্ব দেন ক্যারিবীয় সুপারস্টার ক্রিস গেইল। ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন মাত্র ৩৪ বলে ৪ ছক্কা ও ৪ চারে। বালাখের পেসার কোয়াইশ ১৮ রানের খরচে নেন ৫ উইকেট। দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জাভেদ আহমেদী। এছাড়া ইনগ্রাম ও ওয়াইন পারনেল ২১ রান করে করেন। কোয়াইশ ছাড়াও উইকেট পান মোহাম্মদ নবী, আফতাব আলম, মিরওয়াইস আশ্রাফ ও রবি বোপারা।

সংক্ষিপ্ত স্কোর

কাবুল জাওয়ান : ১৩২/৯, ২০ ওভার ( জাভেদ আহমেদী ৩২। কোয়াইশ আহমেদ ৫/১৮)।

বালাখ : ১৩৮/৬, ১৮.১ ওভার (ক্রিস গেইল ৫৪, রবি বোপারা ৩২*। পারনেল ৩/৩৫।

ম্যান অফ দ্য ম্যাচ : কোয়াইশ আহমেদ।

ম্যান অফ দ্য সিরিজ : রশিদ খান।

সর্বশেষ খবর