বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নকআউটে রিয়াল জুভেন্টাস ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

নকআউটে রিয়াল জুভেন্টাস ম্যানইউ

লুকাস ও বেলে গোল উৎসবে মেতেছেন —এএফপি

স্যার আলেক্স ফার্গুসনের যুগ শেষ হওয়ার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অনিয়মিত হয়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফার্গুসনের বিদায়ের পর চারবারের মধ্যে দুবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতেই পারেনি। তবে এবার দুর্দান্ত খেলছে মরিনহোর দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো না খেললেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেরকে মেলে ধরছে তারা। গত মঙ্গলবার সুইস ক্লাব ইয়াঙ বয়েজকে ১-০ গোলে হারিয়েছে মরিনহোর শিষ্যরা। দলের পক্ষে গোলটি করেছেন ফেল্লিনি। এ জয়ে এইচ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানইউ। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসও। গত বুধবার রিয়াল মাদ্রিদ ২-০ গোলে ইতালিয়ান ক্লাব রোমাকে হারিয়েছে। দলের পক্ষে গোল করেছেন গেরেথ বেলে এবং ভাজকুয়েজ। এই জয়ে জি গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে লস ব্ল্যাঙ্কোসরা। এই গ্রুপে ৯ পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব রোমাও। গত মঙ্গলবার রাতে জি গ্রুপের অপর খেলায় ২-১ গোলে রুশ ক্লাব সিএসকেএ মস্কোকে হারিয়েছে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেন। এইচ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুভেন্টাসও। তারা স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে মারিও মানজুকিচের গোলে। সামনের ম্যাচে ইয়াঙ বয়েজের বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। জুভেন্টাসের এই জয়ে দারুণ একটা রেকর্ড হলো রোনালদোর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ফুটবলার হিসেবে তিনি ম্যাচ জয়ের সেঞ্চুরি করলেন।

সর্বশেষ খবর