শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ওপেনিংয়ে নতুন মুখের দেখা

ক্রীড়া প্রতিবেদক

ওপেনিংয়ে নতুন মুখের দেখা

সাদমান ইসলাম অনিক

অনুশীলনে আঙ্গুলে চোট পান মুশফিকুর রহিম। সবাইকে অবাক করে টিম ম্যানেজমেন্ট ডেকে পাঠান লিটন দাসকে। মুশফিকের মতো লিটনও উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক মিডল অর্ডার হলেও লিটন ওপেনার। চট্টগ্রামে পুরোপুরি ব্যর্থ দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। শুধু ক্যারিবীয়দের বিপক্ষে নয়, জিম্বাবুয়ে সিরিজেও ব্যর্থ ছিলেন ওপেনাররা। মিরপুর টেস্ট শুরু আজ। হাতে চোট নিয়ে কাল অনুশীলন করেছেন মুশফিক। আজ সাবেক টেস্ট অধিনায়কের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তাহলে কি ওপেন করবেন লিটন? অধিনায়ক সাকিব আল হাসান তেমন কোনো ইঙ্গিত দেননি। তবে সাদমান ইসলাম অনিকের অভিষেক হতে পারে, তেমন ইঙ্গিতই দিয়েছেন। যদি সাদা পোশাকে খেলতে নামেন সাদমান, তাহলে চলতি বছরে আরিফুল, নাজমুল হোসেন অপু, খালেদ হোসেন, নাঈম হাসানের পর চার নম্বর ক্রিকেটার হিসেবে অভিষেক হবে তার। সব মিলিয়ে ৯৪ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হবে সাদমানের। বাঁ হাতি ওপেনারের অভিষেকের সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে, তামিম ইকবালের বিকল্প এখনো গড়ে উঠেনি। এমনকি তার যোগ্য সহযোগীও আসেনি টেস্ট দলে। নতুন বলের সুইং, বাউন্স ও গতির বিপক্ষে বরাবরই সমস্যা বোধ করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। একমাত্র তামিম ইকবালই সাবলীল। ৫৬ টেস্টে ৪০৪৯ রান করা তামিম ইকবালের সঙ্গে তুলনায় আসেন না ইমরুল, জুনায়েদ, লিটন, সৌম্য, শামসুর রহমান শুভ. নাজিমুদ্দিনদের কেউই। অথচ এরা সবাই জুটি বেঁধে খেলেছেন তামিমের সঙ্গে। এমনকি তামিমের অনুপস্থিতিতেও খেলেছেন। কিন্তু বড় কোনো স্কোর কিংবা জুটি গড়তে পারেননি। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙ্গুলে ব্যথা পান তামিম। সেই ব্যথা পুরোপুরি সেরে না উঠায় বাঁ হাতি ওপেনার খেলেননি জিম্বাবুয়ে সিরিজে। খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। অবশ্য ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে। তামিমের অনুপস্থিতিতে টেস্টে ওপেন করেছেন লিটন, ইমরুল, সৌম্য। অথচ বড় কোনো স্কোর বেরোয়নি এদের ব্যাট থেকে। এমনকি পঞ্চাশোর্ধ কোনো জুটিও। তাই টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়ে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমার সাদমানকে। তরুণ ওপেনার ছিলেন চট্টগ্রাম টেস্টেও। কিন্তু খেলেননি। ইমরুল ও সৌম্য দুজনের ওপেন জুটিতে ১ ও ১৩ রানের বেশি করতে না পারায় মিরপুরে সাদমানকে খেলানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ খবর