শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

তবু আত্মবিশ্বাসী উইন্ডিজ দলপতি

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হেরে গেলে হোয়াইটওয়াশ, ড্র হলেও সিরিজ হার। জয় ছাড়া কোনো পথ নেই সফরকারীদের সামনে। প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। সফরকারীদের ২০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের চার স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ মিলে। এ ম্যাচেও টাইগারদের বোলিং আক্রমণের দায়িত্ব এই চার স্পিনারদের। ক্যারিবীয়দের যত ভয় বাংলাদেশের স্পিনারদের নিয়েই। সাকিবদের বিরুদ্ধে ব্যাটিং করার পরিকল্পনার কথা জানাতে গিয়ে ক্যারিবীয় ক্যাপ্টেন বলেন, ‘আমরা ইতিবাচকভাবে খেলার চেষ্টা করব। প্রথম টেস্টেও আমরাতো চেষ্টা করেছি। নিজেদের ওপর আমাদের বিশ্বাস আছে। কিভাবে খেলতে হবে তা আমরা জানি। আমরা পারব।’

স্পিনে দুর্বলতা থাকলেও এই টেস্টে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাথওয়েট, ‘আমাদের ক্রিকেটাররা জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। যদি আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, আশা করছি ভালোই করব। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

তবে সিরিজে পিছিয়ে থাকলেও কোনো চাপ অনুভব করছেন না উইন্ডিজ দলপতি, ‘আমরা জানি, আমাদেরকে কি করতে হবে। যদিও আমরা পিছিয়ে আছি সিরিজে তারপরেও আমি বলব আমাদের ওপর কোনো চাপ নেই।’

সর্বশেষ খবর