সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি

ক্রীড়া ডেস্ক

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি

শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ভারত অধিনায়ক ছুঁয়েছেন ২৫তম সেঞ্চুরি। পেছনে আছেন কেবল সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্রাডম্যান। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত এক সেঞ্চুরি করেছেন কোহলি। ২৫তম সেঞ্চুরি হয়ে গেল তার ১২৭ ইনিংসেই।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান টেন্ডুলকারের ২৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩০ ইনিংস। ব্র্যাডম্যান অবশ্য ৬৮ ইনিংস খেলেই এ কৃতিত্ব গড়েন।

এই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৬টি সেঞ্চুরি হয়ে গেল কোহলির। টেন্ডুলকারও ৬টি সেঞ্চুরি করেন। কোহলির এমন রেকর্ডের দিনেও পার্থ টেস্টের চালকের আসনে অস্ট্রেলিয়ার রয়েছে। কোহলি ১২৩ রানে অস্ট্রেলিয়ার গড়া প্রথম ইনিংসে ৩২০ রানের জবাব দিতে গিয়ে ভারত ২৮৩ রানে অলআউট হয়ে যায়। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান।

সর্বশেষ খবর