মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাইডার্সের আরও তিন স্পন্সর

ক্রীড়া প্রতিবেদক

রাইডার্সের আরও তিন স্পন্সর

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান, রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান ও রূপায়ণ সিটি উত্তরার ভাইস চেয়ারম্যান মাহির আলি খান রাতুল ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা -বাংলাদেশ প্রতিদিন

প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে নিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এবার চ্যাম্পিয়নরা প্রস্তুতি নিচ্ছে ষষ্ঠ আসরের। ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। গত মৌসুমের মতো এবারও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় থাকা দলটির সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন কোম্পানি। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে রংপুর রাইডার্সের স্পন্সর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে রংধনু গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ ও রূপায়ণ সিটি উত্তরা। চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান ও মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক। রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন রূপায়ণ সিটি উত্তরার পক্ষে কোম্পানির ভাইস চেয়ারম্যান মাহির আলি খান রাতুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং অ্যান্ড প্লেনিং তাজিভ আলি। আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষে চুক্তি করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রমজানুল হক। রংধনু গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও লে. কর্নেল (অব.) মোহাম্মদ কামরুল হোসেন।

সর্বশেষ খবর