মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসির দুরন্ত হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

মেসির দুরন্ত হ্যাটট্রিক

গোলের পর লিওলেন মেসির উল্লাস -এএফপি

সেই রাতটা নিঃসন্দেহে দুঃস্বপ্নের মতোই ছিল বার্সেলোনার জন্য। গত মৌসুমে লা লিগায় একটা ম্যাচই হেরেছিল কাতালানরা। লেভান্তের মাঠে। ৫-৪ ব্যবধানে। সেই দুঃসহ স্মৃতি নিয়েই লেভান্তের মাঠে রবিবার খেলতে নেমেছিল বার্সেলোনা। লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে দুঃসহ স্মৃতিটা নিশ্চয়ই এবার ভুলেছে কাতালানরা! রবিবার লেভান্তের মাঠে মেসির ম্যাজিক্যাল হ্যাটট্রিকে ৫-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ভালভার্দের দল। লিওনেল মেসিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তার নামের পাশে নতুন কোনো বিশেষণ দেওয়ারও কিছু নেই। তিনি হ্যাটট্রিক করবেন, এর মধ্যে অস্বাভাবিকতা তো কিছু নেই! ২/৩টা গোল তিনি প্রায়ই করেন। রবিবার লেভান্তের মাঠে লা লিগার চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক করলেন মেসি। এটা লা লিগায় ৩১তম হ্যাটট্রিক আর্জেন্টাইন জাদুকরের। অবশ্য রোনালদো ৩৪টি হ্যাটট্রিক করে এখনো মেসির চেয়ে এগিয়ে আছেন। হ্যাটট্রিক ছাড়াও সুয়ারেজ ও পিকের গোলে এসিস্ট করেছেন মেসি। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ ১৪ গোল করলেন মেসি। ১১ গোল করেছেন উরুগুয়ের দুই তারকা। বার্সেলোনার লুইস সুয়ারেজ এবং জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি। এদিকে লা লিগায় রবিবার জয় পেয়েছে সেভিয়া। তারা কাতালান ক্লাব জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে। একইদিনে হেরেছে আরেক কাতালান ক্লাব এসপানিওল। তারা ৩-১ গোলে হেরেছে রিয়াল বেটিসের কাছে। এছাড়াও হুয়েসকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল। লা লিগায় ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সর্বশেষ খবর