মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ল্যাথামের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ল্যাথামের বিশ্ব রেকর্ড

রড ল্যাথাম; মার্টিন ক্রো, গ্লেন টার্নারদের মতো বড় কোনো তারকা নন। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন। সিনিয়র র‌্যাথামের ছেলে টম র‌্যাথাম এখন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম ভরসা। বাবার মতোই ওপেন করেন। বাবা খেলেছেন সাকল্যে ৪ টেস্ট। সেঞ্চুরি একটি। ২৭ বছর বয়স্ক জুনিয়র ল্যাথাম গতকাল ওয়েলিংটনে খেলেছেন ক্যারিয়ারের ৪০ নম্বর টেস্ট। গড়েন এক নতুন রেকর্ড। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করার রেকর্ড ইনিংস খেলেছেন টম ল্যাথাম। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানে অপরাজিত রয়েছেন। ১৪১ বছরের টেস্ট ইতিহাসে যা বিরল রেকর্ড। ইনিংসটি খেলার পথে তিনি পেছনে ফেলেছেন ইংলিশ জীবন্ত কিংবদন্তি অ্যালিয়েস্টার কুককে। কুকের রেকর্ডটি ছিল ২৪৪ রানের। ল্যাথামের ডাবল সেঞ্চুরি ও রেকর্ড গড়ার দিনে চালকের আসনে বসে পড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইনিংস হার এড়াতে লড়ছে সফরকারী শ্রীলঙ্কা। ফলোঅনে পড়ে দ্বীপরাষ্ট্র দিন শেষ করেছে ৩ উইকেটে ২০ রান তুলে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৭৮। সফরকারীদের প্রথম ইনিংসের সংগ্রহ ২৮২ রান। আজ চতুর্থদিন আরও ২৭৬ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে শ্রীলঙ্কা। হাতে আছে ৭ উইকেট।

আগের দিনের ২ উইকেটে ৩৭৭ রান নিয়ে খেলতে নেমে গতকাল স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৫৭৮ রানে। এরমধ্যেই ল্যাথাম তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৬৪ রানের ইনিংসটি খেলেন ৪৮৯ বলে ২১ চার ও ১ ছক্কায়। ইনিংসটি খেলার পথে তিনি পেছনে ফেলেন সাবেক ইংলিশ অধিনায়ক কুককে। গত বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২৪৪ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন কুক। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির কীর্তি রয়েছে আরও পাঁচটি। ১৯৩৮ সালে প্রথম কীর্তি ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অস্ট্রেলিয়ার বিল ব্রাউনের অপরাজিত ২০৬ রানের। ১৯৫০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওভালে লেন হাটন অপরাজিত ছিলেন ২০২ রানে। ১৯৭২ সালে নিউজিল্যান্ডের গ্লেন টার্নার ২২৩ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে। শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়োতে করেছিলেন অপরাজিত ২১৬ রান। ২০০৮ সালে গলে ২০১ রানে অপরাজিত ছিলেন ভারতের বীরেন্দার শেবাগ। 

সর্বশেষ খবর