বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসির হাতে পঞ্চম গোল্ডেন বুট

ক্রীড়া ডেস্ক

মেসির হাতে পঞ্চম গোল্ডেন বুট

পুরস্কারটা গত মৌসুমেই নিশ্চিত করেছিলেন। তবে উয়েফা কর্তৃপক্ষ সেই পুরস্কারটা মেসির হাতে তুলে দিল গতকাল। গত মৌসুমে লা লিগায় ৩৪ গোল করেছিলেন মেসি। তিনি  পেছনে ফেলেছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ (৩২ গোল) এবং টটেনহ্যামের হ্যারি কেইনকে (৩০ গোল)। লিওনেল মেসি পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন। এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। এবার পুরস্কারটা জিতে মেসি ছাড়িয়ে গেলেন রোনালদোকে। পর্তুগিজ তারকা চারবার জিতেছেন এই পুরস্কার। ১৯৬৭-৬৮ মৌসুম থেকে ইউরোপিয়ান গোল্ডেন বুট দেওয়া হচ্ছে। ইউরোপের লিগগুলোতে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়। মেসি ও রোনালদো ছাড়া ইউরোপিয়ান গোল্টেন বুট দুবারের বেশি কেউ জিততে পারেনি। লা-লিগায় বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে মেসির নেতৃত্বে বার্সারই শিরোপার জেতার সম্ভাবনা বেশি।

সর্বশেষ খবর