শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা
ব্যাটিংয়ে সেরা

সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান

খেললেন সাকিব। খেললেন লিটন দাস। দুজনের অতি মানবীয় ব্যাটিংয়ে ক্যারিবীয়দের বিপক্ষে হেসে খেলে স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। রেকর্ড গড়া জয়ের ম্যাচে দুজন জুটিতে যোগ করেন ১৮৯ রান -এএফপি

সাকিব খেললেন। জিতল বাংলাদেশ। সাকিব খেললেন, আবেদন বাড়ল বিশ্বকাপ ক্রিকেটের। বিশ্বসেরা অলরাউন্ডার খেললেন, সেঞ্চুরি করলেন, স্বপ্ন পূরণের পথে হাঁটল বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ করতে জিততেই হতো টাইগারদের। কাল টনটনে তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলে বাংলাদেশকে টেনে তুললেন সেরা চারের রাস্তায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে সাকিব যে ১২৪ রানের ইনিংস খেললেন, তাতে সবাইকে ছাড়িয়ে তিনি এখন শীর্ষে। চলতি বিশ্বকাপে তিনি তৃতীয় ক্রিকেটার এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি করেছেন। এর আগে ইংল্যান্ডের জো রুট ও ভারতের রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন ২টি। সব মিলিয়ে আসরে রান সংগ্রহ এখন সবার উপরে সাকিব। ৪ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের রান টানা ২ সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৩৮৪। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের রান ৩৪৩। সাকিব প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪, ইংল্যান্ডের বিপক্ষে ১২১ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর