শিরোনাম
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

লোকমানকে নিষিদ্ধ করা হোক

সংবাদ সম্মেলনে ঢাকা মোহামেডানের দাবি

ক্রীড়া প্রতিবেদক

লোকমানকে নিষিদ্ধ করা হোক

মোহামেডান সবার প্রাণের ক্লাব। ক্যাসিনো বাণিজ্যে ক্লাবের এমন দুর্দশায় সাবেক, বর্তমান, সংগঠক ও সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এর জন্য দায়ী লোকমান। ক্রীড়াঙ্গন থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।

———————বাদল রায়

সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাসিনো বাণিজ্যে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান কলঙ্কিত। এমন কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং হারানো ঐতিহ্য ফেরানোর দাবি নিয়ে ক্লাবের সাবেক ফুটবলার, সংগঠক ও সমর্থকরা উপস্থিত হয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে। মিডিয়ার মুখোমুখিতে সবার পক্ষ থেকে বাদল রায় ক্লাবটির ডাইরেক্টর ইনচার্জ ও বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়ার সব ধরনের ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কারাদেশ দাবি করেন। তিনি বলেন, ‘মোহামেডান সবার প্রাণের ক্লাব। ক্যাসিনো বাণিজ্যে ক্লাবের এমন দুর্দশায় সাবেক, বর্তমান, সংগঠক ও সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এরজন্য দায়ী লোকমান। যিনি র‌্যাব ও পুলিশের কাছে স্বীকার করেছেন দৈনিক ৭০ হাজার টাকা প্রাপ্তির কথা। শুধু তাই নয়, দেশের বাইরে ৪২ কোটি টাকা পাচার করেছেন। তার বিপক্ষে মানি লন্ডারিংয়ের মামলা করে কঠোর সাজা দেওয়া হোক। একই সঙ্গে ক্রীড়াঙ্গন থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।’ 

এমন ঐতিহ্যবাহী ক্লাবটি পুরোপুরি ধ্বংস করার নায়ক লোকমানকে বিসিবির পরিচালকের পদ থেকেও বহিষ্কারের দাবি জানান বাদল। গতকাল সাবেক ফুটবলার ও সংগঠকদের পক্ষ থেকে বাদল বলেন, ‘পরিবেশ যেমনই হোক না কেন, মোহামেডান ক্লাব দল-বদলে অংশ নিবে।’

প্রাণের ক্লাব মোহামেডানের হারানো মান সম্মান পুনরুদ্ধার করতে  গতকাল প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলেন বাদল রায়, কায়সার হামিদ, ছাইদ হাছান কানন, ইমতিয়াজ আহমেদ নকিব, ইমতিয়াজ সুলতান জনি, রুম্মন বিন ওয়ালি সাব্বির, আব্দুল গাফ্ফার, রিয়াজ, ইলিয়াস হোসেন, সাজেদ এ এ আদেল, ফজলুর রহমান বাবুল, মোস্তাক আহমেদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর